,

জেলায় জমজমাট হয়ে উঠেছে নীল পর্ণ ছবির ব্যবসা ॥ বিপদগামী যুব সমাজ

তারেক হাবিব ॥ জেলা জমজমাট হয়ে উঠছে নীল ছবির ব্যবসা। মাত্র ২০ টাকা দিলেই মেমোরি-পেনড্রাইভে লোড করে দেয়া হয় নীল-পর্ণো ছবি (ভিডিও)। নেই কোনো বয়স বিবেচনা স্কুল পড়ুয়া ছাত্র কিংবা শিশু-কিশোর। ভেদাবেদ ভুলে দেদারছে চলছে এ ব্যবসা। সকাল থেকে শুরু গভীর রাত পর্যন্ত চলে এ ব্যবসা। রাত গভীর হলে দোকানের সাটার বন্ধ করার পর আরও মধুর হয় এ ব্যবসা। টিভি-ভিসিডি’র জনপ্রিয়তা কমে গেলেও এর কিছুটা অশ্লীলতার চিত্র আঁখড়ে ধরে রেখেছেন এক শ্রেণীর নীল ছবির ব্যবসায়ীরা। কেউ-কেউ আবার দোকানে ভেতরে গড়ে তোলেছেন ছোট-খাট সিনেমা হল। স্কুল-কলেজগামী ছাত্র ও নিন্ম শ্রেণীর দিনজুমুর এবং কতিপয় মাদকসেবীরা এদের খদ্দের। নিত্য কাজ কর্ম না করে এ শ্রেণীর লোকরা নানা অশ্লীলতায় দিন কাটায়। রাতের বেলা নেশার টাকার যোগান দিতে করে চুরি-ছিনতাইসহ নানা অপকর্ম। না এ চিত্র আর কোথাও নয়, এ আমাদের হবিগঞ্জ সদর উপজেলা ও তার আশ-পাশ এলাকা। সম্প্রতি পুলিশ-প্রশাসনের নাকের ডগায় চড়ে বসে ব্যবসায়ী বুড়ো আঙ্গুল দেখিয়ে বহাল তবিয়তে আছেন। শুধু তাই নয়, নিত্য নতুন ছবি-ভিডিও পেতে ফাঁদ তৈরি করেন এক শ্রেণীর যুবকদের দিয়ে। এদের কাজই হল মেয়েদের সাথে প্রেমের অভিনয় করে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে অশ্লীল ব্যবসায়ীদের কাছে বিক্রি করা। হবিগঞ্জ শহর থেকে শুরু করে উপজেলার প্রতিটা হাট-বাজারের অলি-গলিতে চলছে এ ব্যবসা। এগুলো দেখে উত্তেজিত হয়ে স্কুলগামী ছাত্রী ও নারীরা শিকার হতে হয় যৌন হয়রানীর। ধুলিয়াকাল তেমুনিয়া থেকে শুরু করে কটিয়াদিবাজার রোড়ে প্রায় ৬০/৭০টি মাল্টিমিডিয়ার দোকান রয়েছে। এগুলোর প্রত্যেকটাই গান-ভিডিও ইমেজ মেমোরি ও প্রেনড্রাইবে লোড করে থাকে। এদের প্রধান ব্যবসাই হল নীল ছবির ব্যবসা। ধুলিয়াকাল তেমুনিয়ার কমিউনিটি পুলিশ সদস্য আবুল কালাম জানান, ধুলিয়াকাল তেমুনিয়ায় প্রায় ১০টি দোকান আছে। এরা মাঝে-মাঝে কখনো এ ব্যবসা করে, তবে খুবই গোপনে আর সতর্ক হয়ে। ২০ টাকা দিলেই মেমোরি বোঝাই করে দেয় এগুলো। ভুক্তভোগী জুনেদ জানান, এরা খুবই চতুর প্রকৃতির লোক। কম্পিউটারের গোপন ফোল্ডারে জমা করে বিক্রি করে এগুলো। হাতিরথান মসজিদ মার্কেট এলাকায় শাহিন মিয়ার দোকানে বেশী থাকে এগুলো। গতকাল আমার সাথে এগুলোর মান উন্নয়ন নিয়ে একরকম ঝগড়াও হয়েছে। হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন রুবেল বলেন, ‘অভিযোগ শুনেছি, দ্রুত অভিযানের মাধ্যমে জরুরী ব্যবস্থা নেয়া হবে।


     এই বিভাগের আরো খবর