,

নবীগঞ্জে সরকারি জায়গা ভরাট করে গাছ রোপন

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের রায়ঘরবাদে গ্রামের সরকারি জায়গা খাল ভরাট করে দখল, গাছ রোপন, পানি জমে গিয়ে জলাবদ্ধতার সৃষ্টির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাজুড়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই গ্রামের আব্দুল্লাহ মিয়া। অভিযোগ সূত্রে জানা যায়, দীঘলবাক ইউনিয়নের রায়ঘরবাদে গ্রামের সরকারি জায়গা খতিয়ান নং ২২৭, দাগ নং ৪১৬, জেএল নং ৪১, মৌজা- রায়ঘরবাদে, খাল ভরাট করে দখল ও গাছ রোপন করেছে একই গ্রামের প্রভাবশালী মৃত- মনফর উল্লাহর পুত্র এরশাদ উল্লাহ ও তার পুত্র মুজিবুর রহমান, শামীম এবং শাহিন মিয়া গং। গ্রামের পুরোনো ওই খাল মাটি দিয়ে ভরাট করে বিভিন্ন জাতের গাছ রোপন করায় গ্রামের বিভিন্ন বাড়ি ঘরে বর্ষা মৌসুম সহবিভিন্ন সময়ে পানি জমে যায় এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়। তাই বর্ষা মৌসুমে এলাকার লোকজন চলাচলে সমস্যার সৃষ্টি হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনের প্রতি দাবী জানিয়েছেন এলাকাবাসী। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন-হাসান বলেনবীগঞ্জে সরকারি জায়গা
ভরাট করে গাছ রোপনস্টাফ রপর্িোটার ॥ নবীগঞ্জ উপজলোর দীঘলবাক ইউনয়িনরে রায়ঘরবাদে গ্রামরে সরকারি জায়গা খাল ভরাট করে দখল, গাছ রোপন, পানি জমে গয়িে জলাবদ্ধতার সৃষ্টরি অভযিোগ উঠছে।ে এ ঘটনায় এলাকাজুড়ে দখো দয়িছেে মশ্রি প্রতক্রিয়িা। এ ব্যাপারে নবীগঞ্জ উপজলো নর্বিাহী অফসিার বরাবর একটি লখিতি অভযিোগ দায়রে করছেনে ওই
গ্রামরে আব্দুল্লাহ ময়িা। অভযিোগ সূত্রে জানা যায়, দীঘলবাক ইউনয়িনরে রায়ঘরবাদে গ্রামরে সরকারি জায়গা খতয়িান নং ২২৭, দাগ নং ৪১৬, জএেল নং ৪১, মৌজা- রায়ঘরবাদ,ে খাল ভরাট করে দখল ও গাছ রোপন করছেে একই গ্রামরে প্রভাবশালী মৃত- মনফর উল্লাহর পুত্র এরশাদ উল্লাহ ও তার পুত্র মুজবিুর রহমান, শামীম এবং শাহনি ময়িা গং। গ্রামরে পুরোনো ওই খাল মাটি দয়িে ভরাট করে বভিন্নি জাতরে গাছ রোপন করায় গ্রামরে বভিন্নি বাড়ি ঘরে র্বষা মৌসুম সহবভিন্নি সময়ে পানি জমে যায় এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়। তাই র্বষা মৌসুমে এলাকার লোকজন চলাচলে সমস্যার সৃষ্টি হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নতিে উপজলো প্রশাসনরে প্রতি দাবী জানয়িছেনে এলাকাবাসী। এ ব্যাপারে নবীগঞ্জ উপজলো নর্বিাহী র্কমর্কতা তৌহদি-বনি-হাসান বলনে, এ বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


     এই বিভাগের আরো খবর