,

নবীগঞ্জে পতিতাসহ ৬ ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতের কারাদন্ড

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে বিভিন্ন অসামাজিক কর্মকান্ডে জড়িত থাকার অপরাধে ৬ ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতের বিভিন্ন মিয়াদে কারাদন্ড প্রদান। গতকাল বৃহস্পতিবার রাত অনুমান ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এস.আই সাইফুল আলমের নেতৃত্বে একদল পুলিশ ও কিশোরগঞ্জ জেলার তরাইল থানার ৪নং হয়াইলি ইউনিয়নের মৃত- সাহেদ আলীর পুত্র মোঃ আলী (৫০), করগাঁও ইউপির ছোট শাখোয়া গ্রামের তাজুল ইসলামের পুত্র খুরশেদ আহমদ ও পতিতা বাউসা ইউপির টুনাকান্দিচানপুর গ্রামের সুমন মিয়ার স্ত্রী শিল্পী বেগম (২২)কে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে হালিতলা পয়েন্ট বলাই এর ফিশারির পার্শ্বে আলীর ভাড়া বাসা থেকে তাদের আটক করে পুলিশ। অপরদিকে নবীগঞ্জ শহরের শেরপুর রোডস্থ সিএনজি স্ট্যান্ডের সামন থেকে বিভিন্ন অসামাজিক কর্মকান্ডের অভিযোগে উপজেলার বাউসা ইউনিয়নের নাদামপুর গ্রামের মৃত হাসু মিয়ার পুত্র জলিল মিয়া (৩৫), পৌর এলাকার নোয়াপাড়া গ্রামের আঃ বারিকের পুত্র কবির আহমদ (৩৫), গাজাখোর বাউসা ইউনিনের গহরপুর গ্রামের আক্রম মিয়ার পুত্র চোর গোলজার মিয়াকে গ্রেফতার করে পুলিশ। উল্লেখিতদের রাতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ-বিন-হাসান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জলিল মিয়াকে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড ও শিল্পী বেগমকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং খুরশেদ আহমদ, মোঃ আলী, কবির মিয়া ও গোলজার মিয়াসহ ৪ জনকে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।


     এই বিভাগের আরো খবর