,

কারো জীবনের কাল হয়ে দাড়িয়েছে সুদের টাকা ॥ কেউ হচ্ছেন নিরুদ্দেশ

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ শহর ও আশে-পাশের গ্রাম গুলোতে জমজমাট হারে জমে উঠেছে সুদের ব্যবসা। আর এ ব্যবসার খপ্পড়ে অনেকেই দেনা সুদ করতে না পেরে নিরুদ্দেশ হয়ে বাড়ি-ঘর ছেড়ে ও জায়গা সম্পত্তি হারিয়ে পথে-পথে ঘুরতে দেখা গেছে। এই সুদ কাল হয়ে দাড়িয়েছে কারো কারো জীবনে। শহরের পাশা-পাশি গ্রাম্য মহিলারাও নেই পিছিয়ে এ ব্যবসায়। গ্রাম্য মহাজনের মত এরা বেপরুয়া হয়ে দেদারছে চালাচ্ছে এ ব্যবসা। সহজ-সরল মানুষের দূর্বলতার সুযোগ নিয়ে এরা চক্রবৃদ্ধি হারে আদায় করছে টাকা। পারিবারিক চাপে পড়ে অনেকেই কোন উপায়ন্তর না পেয়ে সুদখোরদের কাছে গেলে মুছকি হাসি দিয়ে ব্যাংকের খালি চেকের পাতা আর দলিলে সাক্ষর রেখে টাকা ধার দেয় এরা। সময় মত টাকা পরিশোধ করতে না পারলে খালি চেকের পাতায় ইচ্ছামত টাকার অঙ্ক বসিয়ে ডিজ অনার করে আদালতে মামলা দায়ের করে চতুর সুদখোররা এসব মামলায় অকেইে দীর্ঘনি ধরে কারাভোগ করছেন। এদিকে গ্রামাঞ্চলে আবার ঋণ প্রদানের চিত্রটা ভিন্ন। সেখানে কেউ টাকা নিতে গেলে সোনার গহনা, জায়গা-জমির দলিলের মুল কাগজ বন্ধক রেখে টাকা নিতে হয়। আর এ টাকা সময়মত পরিশোধ না করতে পারলে সেই সুদের টাকার সুদও আবার চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পায়। পরে ঋণের জ¦ালায় সহ্য করতে না পেরে রাতের আধারে কেউ বাড়ি-ঘর ছেড়ে পালায় আবার কেউ কষ্টে ক্ষোভে আত্মহত্যার মত পথও বেচেঁ নেয়। অনুসন্ধানে জানা গেছে এ সুদের কূ-ফলে সম্প্রতি হবিগঞ্জ জজ কোর্টে সেরেস্তাদার পিজুস কান্তি দাস ও চীফ জুডিসিয়াল কোর্টের অফিস সহকারী অসীম কুমার দাস দেনা সুদ করতে না পেরে আত্মহত্যা করেছেন। তাছাড়া জেলা প্রশাসক অফিসের পেশকার আব্দুল কদ্দুস, ডাক্তার আব্দুল ছালাম, তেঘরিয়া আবাসিক এলাকার ড্রাইভার মাসুক, জিবনের মা-বাবা, জালাল, যুবলীগ নেতা কবির আনসারিসহ আরও অনেকেই নিরুদ্দেশ হয়ে আছেন। জানা গেছে বেশ কয়েকদিন আগে যারা রিক্সা-টেলা চালিয়ে দিনমুজুর করে জিবিকা নির্বাহ করত সুদের ব্যবসা করে অনেকেই কোটিপতি। পাড়া-মহল্লার বাজারের চায়ের দোকানে বসে পায়ের উপর পা-তুলে চায়ের কাপে চুমুক দিয়ে উচ্ছ আওয়াজ করে নীতিমুলক কথা বলেতেও দেখা গেছে। সমাজিক কোন বিচার-আচারে এরা নেতৃত্ব দেয়। কিছু মানুষ তাদের কাছে জিম্মি বলে কেউ তাদের মতামতের বিরুদ্ধে কোন প্রতিবাদ করে না। তবে এসব ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরী বলে সচতন মহল মনে করেন।


     এই বিভাগের আরো খবর