,

চুনারুঘাটে মাদ্রাসার ছাত্রীকে ইভটিজিং করায় কাঠ মিস্ত্রির ১ বছরের কারাদন্ড

জুয়েল চৌধুরী ॥ চুনারুঘাটে মাদ্রাসার ছাত্রীকে ইভটিজিং করার অভিযোগে মিজানুর রহমান (২৫) নামে এক কাঠ মিস্ত্রিকে ১ বছরের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। তবে একই গ্রামের বাসিন্দা হওয়ায় এ নিয়ে পরস্পর বিরুধি বক্তব্য পাওয়া গেছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭ টায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার কালা মন্ডল গ্রামের মখলিসুর রহমানের পুত্র মিজানুর রহমান প্রায়ই আসা-যাওয়ার পথে স্থানীয় আহাম্মদ দারুস সুন্নাহ দাদিল মাদ্রাসার ৯ম শ্রেণীর ছাত্রী শফিক মিয়ার কন্যা নিলু আক্তার (১৫) কে প্রেম নিবেদন করত। গত ৩ ই ডিসেম্বর ওই ছাত্রীর উপজেলার নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করে। এরই প্রেক্ষিতে চুনারুঘাট থানার ওসি নির্দেশে এএসআই উস্তার ইমরান গতকাল শনিবার বিকেলে শফিককে আটক করে থানার নিয়ে আসে। এ সময় এ প্রতিনিধি ছবি ধারণ করতে গেলে সে নিজেকে নির্দোষ দাবী করে বলে,‘আমরা পাশা-পাশি বাসিন্দা। আমাদের মধ্যে জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ আছে। তাই কোন কিছু করতে না পেরে আমাকে নিঃস্ব ও তার পরিবার মিথ্যা অভিযোগ দিয়ে ফাসিঁয়েছে। অবস্থার বেগতিক দেখে পুলিশ মিজানকে ভ্রাম্যমান আদালতে নিয়ে গেলে আদালত তাকে ১ বছরের কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত নুসরাতহ ফাহেমা।


     এই বিভাগের আরো খবর