,

হযরত শাহ্ তাজউদ্দিন কোরেশী উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপন

প্রেস বিজ্ঞপ্তি ॥ প্রতিবারের মতো এই বছরও হযরত শাহ্ তাজউদ্দিন কোরেশী (রঃ) উচ্চ বিদ্যালয়ে নানা কর্মসূচীর মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল র‌্যালি, শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন ও আলোচনা সভা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুন মিয়া’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জনাব মোঃ আবু সিদ্দিক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মোঃ আব্দুল হাফিজ, শাহ্ আব্দুল হাশিম, দিজেন্দ্র রায় মহাদেব এবং বর্তমান সদস্য মোঃ আব্দুল ওয়াহিদ। সহকারি শিক্ষক দিলীপ চন্দ্র সরকার এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি মোঃ আবু সিদ্দিক, প্রধান শিক্ষক মোঃ হারুন মিয়া, সহকারি প্রধান শিক্ষক মোঃ কুবাদুর রহমান, সহকারি শিক্ষক শিলাপদ দাশ, মোঃ আব্দুল তাজ, মুহাম্মদ আজগর আলী, আবু সালেহ, মোঃ মোস্তকিম বিল্লাহ, মোঃ মিজানুর রহমান, সালেহা বেগম, বিপ্লব রঞ্জন বিশ্বাস ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মোঃ আব্দুল হাফিজ, শাহ্ আব্দুল হাশিম, দিজেন্দ্র রায় মহাদেব এবং বর্তমান সদস্য মোঃ আব্দুল ওয়াহিদ ও নবম শ্রেণির শিক্ষার্থী বিশাল আচার্য্য তন্ময়। আলোচনায় শিক্ষার্থীদের সামনে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরা হয়। স্মৃতিচারণ করা হয় মহান মুক্তিযুদ্ধের। সেই সাথে তরুন প্রজন্মের প্রতি আহ্বান জানানো হয়, তারা যেন মুক্তিযুদ্ধের আদর্শকে অন্তরে লালন করে এবং মুক্তিযুদ্ধের আদর্শে নিজেদের তৈরি করে।


     এই বিভাগের আরো খবর