,

সারা দেশের ন্যায় হবিগঞ্জেও বাড়ছে তীব্র শীতের প্রকোপ

জুয়েল চৌধুরী ॥ সারা দেশের ন্যায় হবিগঞ্জেও বাড়ছে তীব্র শীতের প্রকোপ। চলামান শৈত প্রবাহ, বৃষ্টি এবং সূর্য্যহীনতায় হীম শীতল বাতাস প্রবাহমান থাকায় এ শীতে ক্রমাগত বেড়েই চলছে ঠান্ডাজনিত রোগের প্রাদূর্ভাব। বিশেষ করে এ ঠান্ডায় খুব বেশী ভুগছেন শিশু-কিশোর আর বয়স্করা। ইতিমধ্যে ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন হবিগঞ্জ সদর হাসপাতালে। রোগীর ভীড় বেশী থাকায় চিকিৎসা সেবা দিতে বেশ হীম-শীম খাচ্ছেন চিকিৎসকরাও। গত বৃহস্পতিবার ও শুক্রবারে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮জন। এদের মধ্যে বেশীর ভাগই শিশু ও নবজাতক। তাছাড়া ডায়রিয়া, আমাশয়, নিউমোনিয়াসহ অন্যান্য রোগে আক্রান্ত আরও ভর্তি হয়েছেন ৫১ জন। হবিগঞ্জ সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স মিথু রাণী দেব বলেন, ‘গত ২ দিনে ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হয়ে ৫১ জন শিশু ভর্তি হয়েছে। এদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক অবস্থায় আছেন। তবে রোগীর পরিমার বেশী থাকায় চিকিৎসা সেবা দিতে খুব হিমশীম হচ্ছে, এ নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন’। শীতের তীব্রতা থেকে বাঁচতে অবশ্যই গরম কাপড়সহ পরিস্কার পরিচ্ছন্নতা থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। হবিগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার রথিন্দ্র চন্দ্র দেব জানান, যেহেতু ঠান্ডা বাড়ছে আর তাই রোগীর সংখ্যা বাড়বে এটাই স্বাভাবিক। তবে ঠান্ডা থেকে বাঁচতে অবশ্যই গরম-কাপড় পরিধানসহ অবশ্যই পরিস্কার-পরিচ্ছন্ন থাকতে হবে।


     এই বিভাগের আরো খবর