,

মাদক জুয়ার আড্ডা দাঙ্গা-হাঙ্গামা থেকে সকলকে দূরে থাকতে হবে -অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ সেলিম

স্টাফ রিপোর্টার ॥ দ্বীপশিখা ফাউন্ডেশনের উদ্যোগে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বানিয়াচং উপজেলার ১নং মক্রমপুর ইউনিয়নের শাহপুর বাজারে শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়। দ্বীপ শিখা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আ ফ ম সাইফুদ্দিন জাবেদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ফয়সাল বিন কামরুজ্জামানের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম। এ সময় তিনি প্রধান অতিথির বক্তব্যে দ্বীপশিখা ফাউন্ডেশনের এ ধরনের উদ্যোগের জন্য প্রশংসা করে সমাজের সকল বিত্তবান দের এ ধরনের সামাজিক কর্মকান্ডে অংশ গ্রহন করতে অনুরোধ করেন। এ সময় তিনি গ্রামবাসীদের উদ্দেশ্যে বলেন, মাদক, জুয়ার আড্ডা, দাঙ্গা-হাঙ্গামা করা থেকে সকলকে বিরত থাকতে হবে। কারো যদি কোন বিষয় নিয়ে ঝামেলার সৃষ্টি হয় তাহলে ঝগড়া বিবাদে না জড়িয়ে আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দেন এবং তাতে উনি সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন। এতে বিশেষ অতিথি ছিলেন, বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম লিটন, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মুরুব্বি মাওলানা কামরুজ্জামান, মাওলানা মুস্তোফা আহমদ চৌধুরী, মাওলানা আজিজুর রহমান, শাহপুর গ্রামের বর্তমান মেম্বার আব্দুল মান্নান, রুহুল আমিন, আবুল কালাম, শাহাবুদ্দিন, সাইফুর রহমান, শহীদুল ইসলামসহ এলাকার মুরব্বীয়ান প্রমূখ। পরিশেষে শাহপুর গ্রামের ৮০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।


     এই বিভাগের আরো খবর