,

মাধবপুরে বিনা অনুমোতিতে ৩০ লাখ টাকার রাবার বাগনের গাছ কেটে নেওয়ার অভিযোগ

জুয়েল চৌধুরী ॥ মাধবপুর উপজেলার শাহজিবাজার রাবার বাগান থেকে বিনা অনুমোতিতে ৩০ লাখ টাকার গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয়দের মাঝে চাঁপা ক্ষোভ দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে বাগানের ব্যবস্থাপক ও (সিবিএ) সভাপতির নেতৃত্বে একটি চক্র এসব গাছ কেটে বিক্রি করছে। নিয়ম রয়েছে সরকারী কোন গাছ কাটতে হলে অনুমোতি কিংবা দরপত্রের মাধ্যমে কাটতে হয়। কিন্তু এসব নিয়ম নীতি তোয়াক্কা না করে তাদের ইচ্ছা মাফিক ব্যবস্থাপক ও সিবিএ সভাপতির নেতৃত্বে সম্প্রতি ওই বাগানের বেলজিয়াম আকাশীসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৩০ টি গাছ যার মুল্য ৩০ লাখ টাকা হবে কেটে বিক্রি করে দেয়। নাম প্রকাশ্যে অনিচ্ছুক বাগানের কয়েকজন শ্রমিক জানান, গাছ গুলো দিয়ে বাগানের রাগার শীট তাপ দেবার ঘর গুলো মেরামতের কাজ করার কথা থাকলেও নাম মাত্র কাজ করে বাকী গুলো অন্যত্র বিক্রি করা হয়। এ নিয়ে শ্রমিক ও বাগানের অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের মধ্যে চাঁপা ক্ষোভ দেখা দিয়েছে। এ ব্যাপারে বাগানের ব্যবস্থাপক কেএম মাহাবুব ও সিবিএ সভাপতি আল-আমিন মিয়া তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, ঝড়ে পড়ে যাওয়া অকেজো গাছ গুলো কাটা হয়েছে সেগুলো দিয়ে দুম ঘর মেরামত করা হচ্ছে। এসব গাছ কাটতে কর্তৃপক্ষের কোন অনুমোতি প্রয়োজন হয় না।


     এই বিভাগের আরো খবর