,

আওয়ামী লীগই পারে দেশকে এগিয়ে নিতে -প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সময় ডেস্ক ॥ প্রধানমন্ত্রী ও আাওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আওয়মী লীগকে বহু অপবাদ দেওয়া হয়েছে। অনেক অত্যাচার-নির্যাতন হয়েছে। কিন্তু কোনো অত্যাচার-নির্যাতনে আওয়ামী লীগকে ধ্বংস করা যায়নি। আজকে আওয়ামী লীগ দেখিয়ে দিয়েছে, একমাত্র আওয়ামী লীগই পারে দেশকে এগিয়ে নিয়ে যেতে। গতকাল শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথ সভায় তিনি এসব কথা বলেন। শেখ হাসিনার সভাপতিত্বে সকালে সভার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। শেখ হাসিনার বক্তব্যের
পরপরই বৈঠক সন্ধ্যা ৬টা পর্যন্ত মুলতবি করা হয়, যা গণভবনে অনুষ্ঠিত হবে। সভায় দেওয়া বক্তৃতায় তৃণমূল নেতাকর্মীদের প্রশংসা করে শেখ হাসিনা বলেন, দলের তৃণমূলের নেতারা সঠিক সিদ্ধান্ত নেন। জীবনবাজি রেখে দলকে ধরে রেখেছেন তারা। তাদের অবদানেই এখন দল সবচেয়ে শক্তিশালী। টানা তিন বার সরকার গঠন করতে পেরেছি। অভূতপূর্ব উন্নয়ন করে জনগণের ভাগ্য পরিবর্তন করতে পেরেছি। প্রধানমন্ত্রী বলেন, মানুষের যে সমর্থন আমরা পেয়েছি এটা এই জন্য যে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নতি হয়- এই আস্থা ও বিশ্বাস আমরা অর্জন করতে পেরেছি। তিনি আরও বলেন, ১৯৮১ সালে যখন দলের দায়িত্ব নিই তখন এই চিন্তা মাথায় ছিল না যে কোনো কিছু হতে হবে বা পেতে হবে। শুধু দেশের জন্য কাজ করে যেতে চেয়েছি। বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করাই লক্ষ ছিল। আজকে বাংলাদেশের উন্নয়নে আমরা যে দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি, এটা শুধু এখানেই না সারাবিশ্বে স্বীকৃত হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, দল সুসংগঠিত থাকলে সরকার সবচেয়ে সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারে। সেজন্য সংগঠনকে শক্তিশালী করার বিকল্প নেই। এ লক্ষ্যেই সহযোগী ও মূল সংগঠনের সম্মেলনগুলো করা হয়েছে। এ সময় বাকি থাকা ইউনিটগুলোর সম্মেলনও দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন তিনি। সূচনা বক্তব্যে শেখ হাসিনা দলের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামকে সভাটি উৎসর্গ করেন। পরে তার উদ্দেশে সভায় শোক প্রস্তাব উত্থাপন করা হয়।


     এই বিভাগের আরো খবর