,

নবীগঞ্জে বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ১নং বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন হয়েছে। কাউন্সিলরবৃন্দের স্বতস্ফূর্ত অংশগ্রহণ ও গোপন ব্যালটে ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে ইউনিয়ন বিএনপি’র আগামী দিনের নেতৃত্ব নির্বাচিত করা হয়েছে। গতকাল বুধবার বিকাল ৩ ঘটিকায় স্থানীয় বাল্লার হাট বাজারে অনুষ্ঠিত কাউন্সিলে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ভোটারগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে শাহীদ আহমেদ তালুকদার চেয়ার প্রতীক নিয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী হরিন প্রতীকে ছিলেন মানিক লাল দাশ। সিনিয়র সহ-সভাপতি পদে একাধিক প্রার্থী না থাকায় মোঃ লুৎফুর রহমানকে সিনিয়র সহ-সভাপতি ঘোষনা করা হয়। সাধারণ সম্পাদক পদে রিপন কান্তি দাশ আনারস প্রতিকে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্ধী ছাতা প্রতিকে ছিলেন মোঃ জাকির মিয়া। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ মনসুর আলীকে বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত ঘোষনা করা হয়। সাংগঠনিক সম্পাদক পদে হিফজুর রহমান আম প্রতিকে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্ধী ছিলেন মাছ প্রতিকে দীমান দাশ। কাউন্সিল পরিচালনার দায়িত্বে ছিলেন ২নং বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউ.পি চেয়ারম্যান মোঃ আশিক মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আঃ বারিক রনি, মজিদুল করিম মজিদ, সদস্য জোসেফ বখত চৌধুরী। সম্মেলন শেষে উক্ত ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ আঃ মন্নান মুন্সির সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক স্মৃতি ভূষন চৌধুরীর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক সরফরাজ আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান চৌধুরী শেফু, আউশকান্দি ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মতিউর রহমান পেয়ারা, বিএনপির যুগ্ম আহবায়ক শিহাব আহমেদ চৌধুরী, আঃ বারিক রনি, উপজেলা বিএনপির সদস্য আমির হোসেন, মুরশেদ আহমদ, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি নোমান চৌধুরী। আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক যুব বিষয়ক সম্পাদক নুরুল গণি চৌধুরী সোহেল, উপজেলা যুবদল সাধারন সম্পাদক সোহেল রিপন চৌধুরী, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মনর উদ্দিন, যুবদল সাবেক সাংগঠনিক সম্পাদক মাহি চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক হারুনুর রশীদ হারুন, স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক ছায়াদ আহমেদ, শ্রমিকদল সাংগঠনিক সম্পাদক জিতু মিয়া সেন্টু, যুবদল নেতা বুরহান চৌধুরী অয়েছ। ইউনিয়ন বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দীমান দাশ, শংক দাশ, আঃ সাত্তার মিয়া, আশিষ দাশ, শেনু মিয়া, শোয়েব তালুকদার, মাখন লাল বৈষ্ণব, সবিনয় লাল বৈষ্ণব, মাখন দাশ তালুকদার, লিটন দাশ, মোঃ আশরাফ আলী, মোঃ জুবেল মিয়া, জাকির হোসেন, নারায়ন দাশ, মোঃ সুফি মিয়া, নারায়ন দাশ তালুকদার, গোপিকা দাশ প্রমূখ। এসময় নব-নির্বাচিত নেতৃবৃন্দ দেশনেত্রী বেগম খালাদা জিয়ার মুক্তি আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে তীব্র আন্দোলন গড়ে তোলার আহব্বান জানান।


     এই বিভাগের আরো খবর