,

মাধবপুরে রেললাইনে ত্রুটি থাকায় ঝুঁকিপূর্ণ রেললাইন দিয়ে চলছে ট্রেন

মাধবপুর প্রতিনিধি ॥ ঢাকা সিলেট রেললাইনের মাধবপুর উপজেলার আনন্দগ্রাম এলাকায় রেললাইনে ত্রুটি থাকায় ঝুঁকিপূর্ণ রেল লাইন দিয়ে ১০ কিলোমিটার বেগে চলছে ট্রেন। খবর পেয়ে রেলের প্রকৌশল বিভাগ রেল লাইনের ত্রুটিপূর্ণ অংশটি মেরামত করতে গতকাল সকাল থেকে কাজে নেমেছে। আনন্দগ্রাম গ্রামের আব্দুল ওয়াহাব জানান, গতকাল শুক্রবার সকালে হঠাৎ করে দেখা যায় ঢাকা সিলেট রেল লাইনে স্থাপিত শিকে ফাটল ধরেছে। ঘটনাটি দ্রুত স্টেশন মাস্টারকে জানানো হয়। এর আগেও একই এলাকার ২শ গজ দূরে রেল লাইনের শিকে ফাটল ধরেছিল। বহু পুরাতন রেল লাইন হওয়ায় এ রকম ত্রুটিপূর্ণ হয়ে থাকে। হরষপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার পরশ আলী জানান, গতকাল শুক্রবার সকালে রেল লাইন ত্রুটির খবর পেয়ে দ্রুত বিষয়টি রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। এবং সকল রেল স্টেশনে বার্তা দেয়া হয়। ট্রেন চলাচল বন্ধ নেই। তবে ঢাকা-সিলেট রেল লাইনে চলাচলকারী সকল ট্রেন ধীরগতিতে চলাচল করছে। শায়েস্তাগঞ্জ রেল প্রকৌশল বিভাগের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে মেরামতকারী দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অতি শীঘ্রই মেরামত কাজ সম্পন্ন হবে। ক্রটিপূর্ণ এলাকাতে ট্রেনের গতি কমিয়ে ১০ কিলোমিটার গতি বেগে ট্রেন চলাচল করছে। তিনি আরো জানান, রেলপথের শিকের ট্রেন চলাচলের ধারণশক্তি ২৫ বছর পর্যন্ত থাকে। ১৩৮ বছরের পুরাতন শিক দিয়ে ট্রেন চলাচল করায় এ সমস্যার সৃষ্টি হয়। সম্পূর্ণ নতুন রূপে রেল লাইন নির্মাণ হওয়ার প্রকল্প হাতে নেয়ায় বর্তমানে মেরামত করে রেল চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।


     এই বিভাগের আরো খবর