,

নবীগঞ্জে জমি বিক্রি’র প্রায় দুই লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

সংবাদদাতা ॥ নবীগঞ্জে এক ব্যক্তির বিরুদ্ধে জমি বিক্রি করে ১ লক্ষ ৭০ হাজার টাকা আত্মসাত করার অভিযোগ পাওয়া গেছে। সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের মৃত অভয় দাশের পুত্র খংশ দাশ ও মৌলভীবাজার জেলার বাউরবাগ গ্রামের মৃত আশুতোশ দাশ এর পুত্র ধীরেন্দ্র দাশ বিগত কয়েক বছর পূর্বে এক সাথে কুয়েতে অবস্থান করছিলেন। প্রবাস জীবনে তারা এক সাথে থাকায় দুইজনের মধ্যে ভাল সম্পর্ক গড়ে উঠে। কুয়েতে বসেই খংশ দাশ ধীরেন্দ্র দাশের কাছ থেকে বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের ফতেহপুর মৌজার বিভিন্ন দাগে ৩ একর জায়গা ১ লক্ষ ৭০ হাজার টাকা দিয়ে ক্রয় করেন। খংশ দাশ লিখিত চুক্তি নামা করে ধীরেন্দ্র দাশকে ১ লক্ষ ৭০ হাজার টাকা প্রদান করেন। কথা ছিল দেশে এসে খংশ দাশকে রেজেষ্টারী করে দিবে। কিন্ত হয়েছে তার উল্টো। দুইজন দেশে আসার পর খংশ দাশ ধীরেন্দ্রকে জমি রেজেষ্টারী করে দিতে চাপ সৃষ্টি করলে ধীরেন্দ্র টালবাহানা শুরু করে। এক পর্যায়ে ধীরেন্দ্র দাশ গোপনে বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের সোনাপুর গ্রামের প্রভাবশালী মৃত কোরবান উল্লার পুত্র আব্দুর রুপের কাছে উক্ত জমি আউশকান্দিতে বসে বিক্রি করে দেন। পরবর্তীতে নিরুপায় হয়ে খংশ দাশ ধীরেন্দ্র ও আব্দুর রুপকে অভিযুক্ত করে হবিগঞ্জ আদালতে মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে বিচারাধীন। এ ব্যাপারে খংশ দাশ জানন, ধীরেন্দ্র আমার সাথে প্রতারনা করেছে। আমার দায়েকৃত মামলার তারিখ অনুযায়ী তারা আদালতে উপস্থিত হয়না। তিনি জানান, আব্দুর রুপ প্রভাবশালী লোক। আমাকে মামলা তুলে নিতে চাপ সৃষ্টি করছে। তা না হলে আমার বাড়ী ঘর দখল করে নেয়ারও হুমকি দিচ্ছে।


     এই বিভাগের আরো খবর