,

হবিগঞ্জ সদর উপজেলার পইলে মাছের মেলা সম্পন্ন

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ সদর উপজেলার দুইশত বছরের ঐতিহ্যবাহি পইল মাছের মেলা সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার থেকে দুই দিন ব্যাপী এ মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে আগত প্রায় ৫শটি মাছের দোকানদার বাহারি প্রজাতির মাছ নিয়ে অংশ গ্রহন করেন এ উৎসব মুখর এ মেলায়।  গতকাল সকাল থেকে শুরু হয়ে (আজ) বৃহস্পতিবার সকাল পর্যন্ত চলে এ মেলা। সামুদ্রিক মাছ থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছও স্থান পায় এ মেলায়। মেলায় পর্যাপ্ত নিরাপত্তা দিতে জেলা প্রশাসন কর্তৃক সদর থানা পুলিশের একটি বিশেষ টিমও ছিল দায়িত্বে। মেলায় আগত দর্শনার্থীদের সুষ্ট যাতায়াতের জন্য ট্রাফিক পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবক টিম রাখা হয়। প্রতিবারের মত মেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে জুয়া, হাউজিং লটারী নিষিদ্ধ করা হয়েছে। মাছের মেলা ঐতিহ্যবাহী হওয়ায় আশ-পাশ এলাকার অনেক প্রবাসীরা মেলা উপভোগ করার জন্য দেশে এসেছেন। এ বছর মেলার সর্বোচ্চ মূল্যে মাছের দাম হাকা হয়েছে ৮৫ হাজার টাকা। দামী এ বাঘাইর মাছটি দেখতে উৎসুখ জনতার ভীড় জমে। তবে কেউ-কেউ এখনো মাছ না কিনে অপেক্ষা করছেন গভীর রাত পর্যন্ত। ধারণা করছেন গভীর রাতে মাছের দাম কমতেও পারে। মেলা উদযাপন কমিটির সভাপতি পৈল ইউপি চেয়ারম্যান মঈনুল হক আরিফ জানান,  ঐতিহ্যবাহি এ মেলায় আগত দর্শনার্থীদের নিরাপত্তা প্রদানে কমিটি খুবই তৎপর। তাছাড়া পুলিশ প্রশাসনের ভুমিকাও খুবই সন্তুষ্ঠ জনক। হবিগঞ্জ সদর থানার ওসি মোঃ মাসুক আলী জানান, ‘ঐতিহ্যবাহি এ মেলায় আইন শৃঙ্খলা রক্ষাত্বে পুলিশ খুবই সচেষ্ট। ইতিমধ্যে মেলা শেষ হবার আগ পর্যন্ত পুলিশের একটি বিশেষ টিমও থাকবে।


     এই বিভাগের আরো খবর