,

বানিয়াচংয়ে আল্লামা তাফাজ্জুল হক (র.) স্মরণে দোয়া মাহফিল

সংবাদদাতা ॥ উপ মহাদেশের প্রখ্যাত হাদীস বিশারদ ও হবিগঞ্জের জামেয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগর টাইটেল মাদ্রাসার মহা-পরিচালক শায়খুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক (রহ.) স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাদ জোহর
মাদ্রাসা মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করে বানিয়াচং দারুল কোরআন টাইটেল মাদ্রাসা। নায়েবে আমীর মাওঃ আব্দুল আলীমের সভাপতিত্বে ও শিক্ষা সচিব মাওঃ গোলাম কাদিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল মুফতি কাজী আতাউর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য ক্বারী কমর উদ্দিন, মুফতি নুরুল আমীন, মাওঃ বশীর আহমদ, মাওঃ  রওশন ইজদানি প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বানিয়াচং ইমাম সমিতির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট লেখক মাওঃ শায়খ সিরাজুল ইসলাম, ‘তরঙ্গ’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শিব্বির আহমদ আরজুসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ। বক্তাগণ বলেন, আল্লামা তাফাজ্জুল হক (রহ.) ছিলেন বহুমুখি প্রতিভার অধিকারি এবং দ্বীনের একজন দা’য়ী মহান ব্যক্তিত্ব। তিনি যেমন প্রখ্যাত ওয়ায়েজ ছিলেন, তেমনি ছিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ এবং ইসলামি আন্দোলন সংগ্রামের বীর সেনানী। আমরা হারিয়েছি এক আধ্যাত্মিক রাহবারকে। এ জায়গা সহজে পূরণ হবার নয়। মোনাজাত পরিচালনা করেন শায়খুল হাদীস আল্লামা হাবিবুর রহমান।


     এই বিভাগের আরো খবর