,

শাহজিবাজারে বিপুল পরিমাণ বৈদ্যুতিক তারসহ আটক ১

জুয়েল চৌধুরী ॥ বিপুল পরিমাণ বৈদ্যুতিক চোরাই তারসহ শাহজাহান মিয়া মোল্লাকে আটক করেছে ডিবি পুলিশ। এসময় তার হেফাজত থেকে চোরাইকৃত বৈদ্যুতিক তামার তার উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে ডিবি পুলিশের একটি দল শাহজিবাজার এলাকায় অভিযান চালিয়ে মুন্নি গার্মেন্টস এর ভিতর থেকে প্রায় ১০ লাখ টাকার মূল্যের দেড় হাজার কেজি বৈদ্যুতিক তারসহ শাহাজাহান মোল্লাকে আটক করেন। শাহজিবাজার রাবার বাগানের কর্মচারী এবং দরগা গেইট এলাকার মুন্নি গার্মেন্টস এর দায়িত্বপ্রাপ্ত কর্মচারী। পুলিশ জানায়, সে দীর্ঘদিন ধরে সিন্ডিকেটের মাধ্যমে এবং পিডিবি’র কর্মচারীকে ম্যানেজ করে লাখ লাখ টাকার এসব তার বিভিন্ন স্থানে প্রচার করে আসছিল। জানা যায়, মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের রিয়াজনগর গ্রামের মৃত কদর আলীর পুত্র শাহজাহান মোল্লা দীর্ঘদিন যাবত শাহজিবাজারে অবস্থিত পিডিবি’র কিছু অসৎ কর্মকর্তা কর্মচারীদেরকে ম্যানেজ করে চোরাইভাবে তারগুলো এনে মুন্নি গার্মেন্টসে রাখে এবং এখান থেকে সে বিভিন্ন স্থানে প্রাচার করে থাকে। গোপন সূত্রে খবর পেয়ে হবিগঞ্জ ডিবি পুলিশের একটি দল গতকাল বিকেলে অভিযান চালিয়ে হাতে নাতে মুন্নি গার্মেন্টস থেকে ওই তারসহ তাকে আটক করে। এসময় তার সাথে থাকা সহযোগীরা পালিয়ে যায়। অভিযান পরিচালনার পর থেকে গার্মেন্টস এর মালিক মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের বানেশ^র গ্রামের গেদু মিয়ার পুত্র বশির মিয়া ও তার ভাই আলহাজ¦ ফরিদ মিয়া মোবাইল বন্ধ রেখে গা-ঢাকা দেয়। শুধু তাই নয়, পত্রিকায় সংবাদ প্রকাশ না করার জন্য সাংবাদিকদের কাছে গভীর রাত পর্যন্ত তদবির করে মুন্নি গার্মেন্টস এর মালিক পক্ষের লোকজন এবং শাহজাহান মোল্লাকে ডিবি অফিস থেকে ছাড়িয়ে নেয়ার জন্যও বিভিন্নভাবে দৌড়ঝাপ করতে দেখা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃত শাহজাহান মোল্লা ডিবি পুলিশের হেফাজতে ছিল।


     এই বিভাগের আরো খবর