,

নবীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ সাংবাদিক পরিচয়ে কতিপয় কিছু দুস্কৃতিকারী নবীগঞ্জ ঐক্যবদ্ধ প্রেসক্লাব নামে প্রশাসনের বিভিন্ন দপ্তর ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে স্বাক্ষর বিহীন চিঠি বিতরণ করে সাংবাদিকদের মান ক্ষুন্ন করায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নবীগঞ্জ প্রেস ক্লাবের এক বিশেষ সাধারণ সভা গতকাল বুধবার সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ক্লাব সভাপতি মোঃ সরওয়ার শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ক্লাবের সহ-সভাপতি আশাহিদ আলী আশা, যুগ্ম সম্পাদক কিবরিয়া চৌধুরী, অর্থ সম্পাদক আকিকুর রহমান সেলিম, নির্বাহী সদস্য ও সাবেক সভাপতি এস আর চৌধুরী সেলিম, নির্বাহী সদস্য ও সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, নির্বাহী সদস্য ও সাবেক সভাপতি এম এ আহমদ আজাদ, নির্বাহী সদস্য ও সাবেক সম্পাদক শাহ সুলতান আহমদ, নির্বাহী সদস্য সুবিনয় রায় বাপ্পি, সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক এটিএম সালাম, সাংবাদিক মোঃ আবু তালেব, উত্তম কুমার পাল হিমেল, সলিল বরন দাশ, মোঃ সেলিম তালুকদার, শাহ মিজানুর রহমান, নুরুজ্জামান ফারুকী, হাবিবুর রহমান চৌধুরী শামীম, এটিএম জাকিরুল ইসলাম, মহিবুর রহমান তছনু, মতিউর রহমান মুন্না, ছনি চৌধুরী, নাবেদ মিয়া প্রমূখ। সভায় বক্তারা বলেন, লক্ষ্য করা যাচ্ছে সম্প্রতি সাংবাদিক পরিচয় দিয়ে কতিপয় কিছু দুস্কৃতিকারী সমাজে বিশৃংখলা সৃষ্টির পায়তারা চালাচ্ছে। এদের কারণে সাংবাদিক সমাজের মান ক্ষুন্ন হওয়ার আশংকা দেখা দেয়ায় নবীগঞ্জ প্রেস ক্লাবের বিশেষ সাধারণ সভায় এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সিদ্ধান্ত গ্রহন করা হয়। পরে সকল সাংবাদিক উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর সাথে দেখা করে দুস্কৃতিকারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ জানানো হয়।


     এই বিভাগের আরো খবর