,

হবিগঞ্জ সদর হাসপাতালে ইন্টারনি-ই ডাক্তার ॥ হয়রানির শিকার জনসাধারণ

তারেক হাবিব ॥ ‘ইন্টারনি-ই-ডাক্তার’ রিসিপশনে ইন্টারনি, ডাক্তারের চেয়ারে ইন্টারনি আবার অগোচালো ব্যবস্থা পত্রের সাক্ষরে ও ইনটারনি। জেলার ২০ লক্ষাধিক মানুষের এক মাত্র চিকিৎসার আশ্রয়স্থল হবিগঞ্জ সদর হাসপাতাল। বিশেষজ্ঞ ডাক্তার, রোগীর শয্যা, বিশুদ্ধ খাবার পানি ও প্রয়োজনীয় উপকরণ সংকটের থাকার পাশা-পাশি নতুন করে চরম আকার ধারণ করেছে কর্তব্যরত ডাক্তারদের অলসতা। নিয়ম অনুযায়ী হাসপাতালের জরুরী বিভাগে সার্বক্ষণিক ডাক্তার থাকার কথা থাকলেও সেখানে কাঁেদ টেথেস্কোপ রেখে ডাক্তাররের চেয়ারে বসেন ইন্টারনিরা। ভুল চিকিৎসা দিয়ে সেবা প্রত্যাশী সাধারণ মানুষকে অহেতুক হয়রানি করে উল্টো আরও বেকায়দায় ফেলেন তারা। জানা যায়, দিনের প্রথম দিক থেকে সন্ধ্যার টাইমে ডাক্তাররা ব্যাক্তিগত চেম্বারে রোগী নিয়ে ব্যস্ত থাকার সুযোগে নিজেদের মনমত চিকিৎসা দেয় ইন্টারনিরা। এ সময় এক ঔষধের জায়গায় অন্য আরেক ঔষধের নাম লিখে অহেতুক হয়রানি করে সাধারণ মানুষদের। এ ব্যাপারে হবিগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ রথিন্দ্র চন্দ্র দেব জানান, ডাক্তারের চেয়ারে বসে ইন্টারনিংরা চিকিৎসা দেয়ার কথা না, তবে এ রকম কোন তথ্য থাকলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।


     এই বিভাগের আরো খবর