,

হবিগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা কাজ পরিদর্শনে মেয়র

সংবাদদাতা :: হবিগঞ্জ শহরের ব্যাকরোড ধুলা ও বালিমুক্তকরনের জন্য পরিচ্ছন্নতা কাজ চালিয়েছে হবিগঞ্জ পৌরসভা। গতকাল বৃহস্পতিবার ওই পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান। সম্প্রতি শহরে ব্যাপকভাবে ট্রাক্টর চলাচলের কারনে ব্যাকরোডে মাটি ও ধুলাবালি জমে। ধুলাবালির কারনে জনগন ও পথচারীর দুভোগ লাঘব করতে ব্যাকরোড পরিচ্ছন্ন করার উদ্যোগ নেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান। গতকাল ভোর হতে পরিচ্ছন্নতাকর্মীরা ব্যাকরোড পরিচ্ছন্ন করার কাজ শুরু করে। সকাল ১০ টা ৪৫ মিনিটে পরিচ্ছন্নতাকাজ পরিদর্শন করেন মেয়র মোঃ মিজানুর রহমান। মেয়র বলেন, শহরবাসীকে ধুলাবালিমুক্ত করতে পৌরসভা ইতিমধ্যে ওয়াটার স্প্রে ট্রাক সার্ভিস চালু করেছে। এই সার্ভিসের মাধ্যমে শহরের গুরুত্বপূর্ন রাস্তাগুলোতে পানি ছিটানো হচ্ছে। এছাড়াও রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখতে পৌরসভার নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।


     এই বিভাগের আরো খবর