,

বাহুবলের মিরপুর মহাসড়কে নেই কোন সতর্কতার চিহ্ন

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার মিরপুর বাজারে ঢাকা সিলেট মহাসড়কের থাকা হাইল্যান্ডে কোন সতর্কতার চিহ্ন না থাকায় প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। সতর্কতার চিহ্ন না থাকায় প্রতিদিনই হাইল্যান্ডের উপর উঠে যাচ্ছে গাড়ি। হাইল্যান্ডে দাড়িয়ে থাকা সাধারন জনগণ স্বীকার হচ্ছে দুর্ঘটনায়। বেশির ভাগই দুর্ঘটনা ঘটছে রাতে। হাইল্যান্ডে লাল জাতীয় কোন সতর্কতার কোন চিহ্ন না থাকায় চালকরা গাড়ি তুলে দিচ্ছে হাইল্যান্ডের উপর। ঘটছে দুর্ঘটনা। সড়ক দুর্ঘটনা রোধ করতে এই হাইল্যান্ড দেওয়া হলেও ওই হাইল্যান্ড এখন সড়ক দুর্ঘটনার মূল কারন হয়ে দাড়িয়েছে। গত এক বছরে এ সড়কে অন্তঃত শতাধিক গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। হাইল্যান্ডটিতে গাড়ী উঠতে উঠতে হাইল্যান্ডটি মহাসড়কের সাথে লেগে যাচ্ছে। গত বুধবার রাতে শায়েস্তাগঞ্জগামী একটি প্রাইভেটকার হাইল্যান্ডের উপরে উঠে গেলে প্রচন্ড ঝাকুনিতে প্রাইভেটকারের দরজা খুলে গেলে এক যাত্রী পড়ে আহত হয়। দ্রুত তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়। গত বৃহস্পতিবার রাতে সিলেট শাহজালাল মাজারে যাওয়ার সময় একটি যাত্রীবাহি বাস হাইল্যান্ডের উপর উঠে পড়ে এত আহত হয় বাসে থাকা নারী ও শিশুরা। হাইল্যান্ডের পাশে ফার্নিচার ব্যবসায়ী রুকুন উদ্দিন বলেন, কিছুদিন পরপরই রাতে গাড়ির টাস টাস শব্দে ঘুম থেকে উঠে দেখি হাইল্যান্ডে উঠে গেছে গাড়ি। তিনি আরো বলেন, অনেক সময় হাইল্যান্ডের উপর চাকা উঠে গেলে গাড়ি উল্টে যায়, এতে প্রানহানীর মত ঘটনাও ঘটে। ফার্মেসী ব্যবসায়ী সবুজ মিয়া বলেন, হাইল্যান্ড যে আছে রাতের বেলায় কিছুই বুঝা যায় না, কারন হাইল্যান্ডে নেই কোন চিহৃ, চালকরা মহাসড়ক মনে করে গাড়ি চালিয়ে এসে এই হাইল্যান্ডে দুর্ঘটনায় পড়ে। জেএসি পিকআপ চালক আউয়াল মিয়া বলেন, তিনিও একদিন হাইল্যান্ডের উপর গাড়ি তুলে দিয়েছিলেন, তার গাড়ীর বাম্পা ফেটে গিয়ে অনেক ক্ষতি হয়েছিল। তিনি ক্ষোভের সাথে বলেন, হাইল্যান্ডে কোন সতর্কতার চিহৃ নাই, দুর্ঘটনাটা ঘটা স্বাভাবিক। রাতের বেলায় এই ছোট হাইল্যান্ড চোঁখে পড়েনা। টিকআপ ভ্যান চালক আরব আলী বলেন, এই হাইল্যান্ডে কোন গাড়ি দুর্ঘটনায় পড়লে কপাল খুলে হাইওয়ে পুলিশ। রেকার দিয়ে টানানো ও জরিমানা দিতে হয় তাদের। তাদের যে দোষ তারা দেখেনা, তারা বলে সেটা সওজ দেখবে। হবিগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সজিব আহমেদ বলেন, সাইন সিগন্যাল তৈরির কাজ চলছে, দ্রুতই আমরা রঙ্গিন সিগনাল বোর্ড লাগানোর ব্যবস্থা করব।


     এই বিভাগের আরো খবর