,

বাহুবলে মাদ্রাসা থেকে রোহিঙ্গা যুবক আটক

সংবাদদাতা ॥ বাহুবলে আজিজুল মোস্তফা (২৭) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় শহরের উমেদনগর টাইটেল মাদ্রাসা এলাকা থেকে তাকে আটক করা হয়। আজিজুল উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ১ নম্বর ব্লকের জাফর আহমেদের ছেলে। অসুস্থ বাবার চিকিৎসার জন্য টাকা জোগাড় করতে তিনি হবিগঞ্জে আসেন বলে জানান। সূত্র জানায়, বাহুবল উপজেলার মুফতি কবির আহমেদ রোহিঙ্গা ক্যাম্পে গেলে আজিজুল মোস্তফাকে মোবাইল নাম্বার দিয়ে আসেন। পরবর্তীতে কবির আহমেদের সঙ্গে যোগাযোগ করে গত ৬ ফেব্রুয়ারি হবিগঞ্জের বাহুবলে আসেন মোস্তফা। পরে বুধবার হবিগঞ্জের উমেদনগর টাইটেল মাদ্রাসায় এসে তার বাবার চিকিৎসার জন্য সাহায্য তুলছিলেন তিনি। পরে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ খবর পেয়ে তাকে আটক করে। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, বাবার অসুস্থতার জন্য সাহায্যের টাকা তুলতে ক্যাম্প থেকে পালিয়ে হবিগঞ্জে এসেছে বলে পুলিশকে জানিয়েছে আজিজুল মোস্তফা। তাকে থানায় হেফাজতে রাখা রয়েছে। গতকাল শনিবার পুলিশ হেফাজতে তাকে ক্যাম্পে ফেরত পাঠানো হবে।


     এই বিভাগের আরো খবর