,

ছালেকের বিরুদ্ধে পৌনে ৩ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আদালতে মামলা

সংবাদদাতা ॥ অবশেষে হবিগঞ্জ সদর উপজেলার গুঙ্গিয়ারজুরি হাওরের হাজারো কৃষকের ক্ষতি সাধন করা প্রতারক জয়নাল আবেদীন ছালেকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দুই কোটি ৭৫ লক্ষ টাকা ক্ষতিপুরণ চেয়ে কৃষকদের পক্ষে গত ২০ ফেব্রুয়ারি হবিগঞ্জ জেলা যুগ্ম জজ ১ম আদালতে মামলাটি দায়ের করে কৃষক মোঃ শাহ্ আলম। মামলায় তিনি উল্লেখ করেন হবিগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের জয়নাল আবেদীন ছালেক দীর্ঘ ২৯ বছর ধরে গুঙ্গিয়ারজুরি হাওরের সেচ প্রকল্পটি নিজের দখলে রেখেছেন। কিন্তু দীর্ঘদিন ধরে তিনি সেচ প্রকল্পের বিদ্যুৎ বিল পরিশোধ না করায় ১৩ লক্ষ টাকা বিদ্যুৎ বিল বকেয়া পড়ে। একের পর এক নোটিশ দেয়ার পরও তিনি বিদ্যুৎ বিল পরিশোধ না করায় সম্প্রতি পিডিবি কর্মকর্তারা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। ফলে বিশাল এই হাওরের প্রায় ৩ হাজার বিঘা জমি আনাবাদি পড়ে রয়েছে। পানির অভাবে নিজেদের জমি চাষ করতে না পারায় রামপুর, গোবিন্দপুর, আওরা, মজলিসপুর ৪ গ্রামের হাজারো কৃষকের মাথায় হাত পড়ে। এই গ্রামের হাজারো কৃষক এক বিঘা জমিও চাষ করতে পারেনি। জমি চাষ করতে না পারায় সারা বছরের খাবার ও ছেলে-মেয়েদের লেখাপড়া চালানো নিয়ে শঙ্কা দেখা দেয়। পাশাপাশি গবাদিপশুর খাবার সংড়খটও তীব্র আকার ধারণ করবে। সব কিছু মিলিয়ে ওই চার গ্রামের কৃষকদের প্রায় ২ কোটি ৭৫ লক্ষ টাকা ক্ষতি হবে। পাশাপাশি সারা বছর সিমাহীন দূর্ভোগে পড়তে হবে তাদের। মামলায় আরও উল্লেখ করা হয়, এ ব্যাপারে ছালেকের বিরুদ্ধে কেউ কথা বললেই বিভিন্ন মিথ্যা মামলাসহ হামলা-মারপিট করা হয়। ফলে জীবনের নিরাপত্তার ভয়ে কেউই তার বিরুদ্ধে মূখ খোলতে সাহস পান না। পাশাপাশি তার ভাই স্থানীয় ইউপি চেয়ারম্যার হওয়ায় তিনি তার সকল অপকর্ম করেও সহজেই পার পেয়ে যান। এ ব্যাপারে কৃষকরা বলেন আমাদের ছেলে সন্তানদের নিয়ে সারা বছর না খেয়ে থাকতে হবে। তাই এখন আর জীবনের মায়ায় নিরব থাকতে পারতেছি না। কারণ এমনিতেই আমরা না খেয়ে মারা যাব। মিথ্যা মামলা ও মারপিটের ভয় আর করি না। আমরা অসহায় কৃষকরা কোথাও সুষ্টু বিচার না পেয়ে আদালতের দ্বারস্থ হয়েছি। আমরা আশা করি শেখ হাসিনার কৃষিবান্ধব সরকার এর সুষ্ট বিহিত করবেন এবং এইসব লোকদের শাস্তি দিয়ে আগামিতে আমাদের কৃষি ও কৃষকদের বাঁচিয়ে রাখার পখ সুগম করবেন। যাতে আর কোন কৃষক আমাদের মতো অনাহারে মরতে না হয়। আমরাতো নিঃস্ব হয়ে গেলাম, আমাদের এখন একটাই দাবি এইসব ছালেকদের মতো প্রতারকদের যেন দৃষ্টান্তমূলক শান্তি হয়।


     এই বিভাগের আরো খবর