,

করোনাভাইরাস প্রতিরোধে জেলা উপজেলায় কমিটি

সময় ডেস্ক ॥ দেশের অভ্যন্তরে সম্ভাব্য করোনাভাইরাস প্রতিরোধে জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। গত রোববার এ কমিটি গঠন করা হয়। এর পর এ-সংক্রান্ত চিঠি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতেসোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ চিঠি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে। কারণ মাঠ প্রশাসনের কর্মকর্তারা মন্ত্রিপরিষদ বিভাগের অধীনে কাজ করেন। এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠপ্রশাসন অনুবিভাগ) আ. গাফফার খান বলেন, করোনাভাইরাস প্রতিরোধে উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা পর্যায়ে জেলা প্রশাসকদের (ডিসি) সভাপতি করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় কমিটি গঠন করেছে। ইউএনও ও ডিসিরা যাতে যথাযথভাবে কাজ করেন, এজন্য মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মাঠ প্রশাসনে আদেশ জারি করা হবে। জানা যায়, জেলা পর্যায়ে ১১ সদস্যের কমিটির সভাপতি ডিসি। অপরদিকে উপজেলা পর্যায়ে ১০ সদস্যের কমিটির সভাপতি ইউএনও। স্থানীয় সংসদ সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যান জেলা কমিটিতে এবং স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা কমিটির উপদেষ্টা হিসেবে কাজ করবেন। জেলা কমিটি করোনাভাইরাস প্রতিরোধ-সংক্রান্ত জাতীয় কমিটির নির্দেশনা বাস্তবায়ন করবে। উপজেলা কমিটি জেলা কমিটির সঙ্গে সমন্বয় রেখে জাতীয় কমিটির নির্দেশনা বাস্তবায়ন করবে। জেলা কমিটিতে পুলিশ সুপার, মেডিকেল কলেজ বা সদর হাসপাতালের পরিচালক বা তত্ত্বাবধায়ক, উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা, জেলা তথ্য কর্মকর্তা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সদস্য হিসেবে রয়েছেন। সিভিল সার্জন জেলা কমিটিতে সদস্য সচিব থাকবেন। উপজেলা কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সংশ্লিষ্ট পৌর মেয়র, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা। উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।


     এই বিভাগের আরো খবর