,

বাহুবলের বেকারিতে গুলোতে নোংরা পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যজাত পণ্য

সংবাদদাতা ॥ বাহুবল উপজেলার দ্বিগাম্বর, পুটিজুরী, ডুবাঐ বাজারে অবৈধভাবে গড়ে উঠেছে একাধিক বেকারি, এসব বেকারিতে নোংরা পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যজাত পণ্য, এসব বেকারির উৎপাদিত পণ্য খেয়ে বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন স্কুলের ছাত্র-ছাত্রীসহ গ্রামের শিশুরা। স্থানীয় প্রশাসনের সঠিক তদারকি না থাকার কারণে দাপটের সাথে অবৈধ বেকারির ব্যবসা বানিজ্য চালিয়ে যাচ্ছে প্রভাবশালীরা। গত রবিবার সরেজমিনে উপজেলার পুটিজুরী বাজারের দক্ষিণে হযরত শাহ, পরান ফুডস বেকারিতে গেলে এমন নোংরা পরিবেশে তৈরি খাদ্যজাত উৎপাদনের দৃশ্য দেখা যায়। পুটিজুরী এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, হযরত শাহ পরান ফুডস বেকারিতে দীর্ঘদিন যাবত নোংরা পরিবেশে খাদ্যজাত পণ্য উৎপাদন করে বিভিন্ন বাজারে সরবরাহ করে আসছে তারা, এসব নোংরা পরিবেশে তৈরি করা ফুডস, খেয়ে বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে এলাকার স্কুল গ্রামী শিশুরা। এলাকার বিশিষ্টজনরা বলেন, ঢাকা সিলেট মহা সড়কের পাশে দীর্ঘদিন যাবত অবৈধভাবে দাপটের সাথে নোংরা পরিবেশে খাদ্যজাত পণ্য উৎপাদন করে আসছে তারা, যে রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করছেন বাহুবল উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। হযরত শাহ পরান বেকারি চোখের সামনে থাকা অবস্থায়ও রহস্যজনক কারণে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছেনা উপজেলা প্রশাসন। এ ব্যাপারে হযরত শাহ পরান বেকারির লেভেলে পাওয়া নাম্বারে যোগাযোগ করা হলে ফোন রিসিভ করেন, আব্দুল সাত্তার নামে ব্যক্তি, তিনি জানান আমি অন্য জায়গায় আছি বর্তমানে ঐ বেকারিতে নাই।


     এই বিভাগের আরো খবর