,

মাধবপুরে স্ত্রীর যৌতুকের মামলায় স্বামীর কারাদন্ড

জুয়েল চৌধুরী ॥ মাধবপুরে যৌতুকের মামলায় স্বামী জিয়াউর রহমান (৩০)কে কারাদন্ড প্রদান করেছেন নারী ও নির্যাতন দমন আদালতের বিচারক আব্দুল হালিম চৌধুরী। গতকাল সোমবার দুপুরে বিজ্ঞ বিচারক তাকে ৩ বছরের কারাদন্ড ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত জিয়াউ রহমান মাধবপুর উপজেলার যাদবপুর গ্রামের আব্দুস শহীদের পুত্র। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি এডভোকেট মোঃ মোস্তফা মিয়া। ঐ আদালতের পেশকার মোঃ ফজলু মিয়া ৫ বছর আগে নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামের আবুল কালামের কন্যা অনুফা আক্তারকে বিয়ে করে। বিয়ের পর জিয়াউর রহমান অনুফাকে ৫ লাখ টাকা যৌতুকের দাবিতে মারপিট করে পিত্রালয়ে তাড়িয়ে দেয়। এ ঘটনায় অনুফা বাদী হয়ে আদালতে মামলা করলে স্বাক্ষী প্রমান শেষে এ রায় প্রদান করা হয়। রায়ের সময় আসামী পলাতক ছিল।


     এই বিভাগের আরো খবর