,

আজমিরীগঞ্জে অগ্নিকাণ্ডে ২০টি দোকান পুড়ে ছাই ॥ ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, দোকানের মালামালসহ অন্তত ৩০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গত মঙ্গলবার রাত ২ঘটিকার সময় আজমিরীগঞ্জ উপজেলার সৌলরী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। স্থানীয় সুত্রেজানাযায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে বাজারের ব্যবসায়ী ইসলাম উদ্দিনের গোদাম ঘর, কামাল মিয়ার মাছের আড়ৎ ও মুদি দোকান, স্বপন শীল, জুটন শীল, অপু শীল,জীবন শীল,সনতু শীল,প্রালকৃষ্ণ শীল ও বিপ্লব শীলের সেলুনের দোকান,হোসেন মিয়ার মোবাইল এন্ড কম্পিউটারের দোকান, উস্তার আলীর সার ও কীটনাশকের দোকান, শামসু ব্যাপারীর ধান চালের আড়ৎ,ইসলাম উদ্দিনের গোদাম ঘর, গোলাপ আলীর মোবাইলের দোকান, সোলেমান মিয়ার কাপড়ের দোকান,ইমাম হোসেন/সাদ্দাম মিয়ার মোবাইলের দোকান, রেজাউল মিয়া ও বারিক মিয়ার চায়ের দোকানসহ ২০টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে গতকাল বুধবার ঘটনা স্থল পরিদর্শন করেছেন,হবিগঞ্জ-২ আসনের সাংসদ আলহাজ¦ এডভোকেট আব্দুল মজিদ খাঁন, আজমিরীগঞ্জের অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার,আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিছবাহ উদ্দিন ভূঁইয়া সাধারণ সম্পাদক মোঃ মনোয়ার আলী জেলা পরিষদের সদস্য নাজমুল হাসান,বানিয়াচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন।


     এই বিভাগের আরো খবর