,

নবীগঞ্জে সুদখোরের বিরুদ্ধে ইউএনও বরাবরে অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ সুদখোরের জ্বালায় অতিষ্ঠ হয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রতিকার চেয়ে অভিযোগ দায়ের করেছেন মহিবুর রহমান রুকুদ নামের নামের এক ভুক্তভোগী। গতকাল বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ সূত্রে জানা যায়, ২০০৭ সালে উপজেলার দেবপাড়া ইউনিয়নের উত্তর দেবপাড়া গ্রামের মৃত ফজর মিয়ার পুত্র সুদ ব্যবসায়ী হিসেবে পরিচিত এনামুল মিয়ার কাছ থেকে সমস্যায় পড়ে সুদি ১ লক্ষ টাকা নেন একই গ্রামের মুমিন উল্লার পুত্র মহিবুর রহমান রুকুদ। এ ঘটনায় একাধিক বার বিচার শালিস হয়। এ পর্যন্ত মুহিবুর রহমান রুকুদ ১ লক্ষ টাকার বিপরীতে সুদে আসলে ৫ লক্ষ ১৫ হাজার টাকা পরিশোধ করেছেন। তারপরও সুদ ব্যবসায়ী এনামুল মিয়া রুকদের কাছে আরো সাড়ে ৪ লক্ষ টাকা পান দাবী করেন। এই টাকার জন্য এনামুল মিয়া রুকুদ মিয়াকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলেন। এরই জের ধরে গত মঙ্গলবার বিকেলে এনামুল মিয়াসহ তার লোকজন রুকুদ মিয়ার উপর এলোপাতাড়ি হামলা করেন। পরে স্থানীয় লোকজন এসে রুকুদকে এনামুল হাত থেকে রক্ষা করেন। সুদখোর এনামুলের জ্বালায় অতিষ্ঠ হয়ে অবশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পালের বরাবর প্রতিকার চেয়ে অভিযোগ দায়ের করেছেন। ‘‘এব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বলেন’’ অভিযোগ যাচাই-বাচাই করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


     এই বিভাগের আরো খবর