,

জামাই-শ্বশুর বিরোধের জের, লাখাইয়ে সংঘর্ষে আহত ১২

সংবাদদাতা ॥ লাখাই উপজেলার করাব গ্রামে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাওনা টাকা নিয়ে জামাই-শ্বশুরের বিরোধ ঘিরে এ সংঘর্ষ হয় বলে স্থানীয় সূত্র জানায়। ঘটনার পর পুলিশ ৩ জনকে আটক করেছে। সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ১০ টায় লাখাই উপজেলার করাব গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহতদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। করাব গ্রামের নূর মিয়া তার মেয়ে জামাই ললিজ মিয়ার কাছে থেকে ৫০ হাজার টাকা ধার নিয়েছিলেন। পুরনো এ ধারের টাকা ললিজ ফেরত চাইলে শ্বশুর তাকে হয়রানির পাশাপাশি সময় ক্ষেপন করতে থাকেন। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে উভয়ের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুপক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। লাখাই থানার পরিদর্শক (তদন্ত) অজয় চন্দ্র দেব জানান, তুচ্ছ ঘটনায় সংঘর্ষ হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত। ঘটনার পর ৩ জনকে আটক করা হয়েছে। তবে সন্ধ্যা পর্যন্ত কেউ মামলা করেনি।


     এই বিভাগের আরো খবর