,

বানিয়াচংয়ে সরকারি ভূমি থেকে মাটি উত্তোলন ॥ ৫০ হাজার টাকা অর্থদন্ড

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে সরকারি ভূমি থেকে মাটি উত্তোলনের অপরাধে রিপন মিয়া নামে একজনকে আটক করা হয়েছে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। সে বানিয়াচং উপজেলার রতনপুর গ্রামের দিলাল মিয়ার পুত্র। সূত্রে জানাযায় গতকাল সোমবার বানিয়াচং উপজেলা সদরের ৫/৬নং বাজার সংলগ্ন সরকারি ভূমি থেকে অবৈধ উপায়ে মাটি উত্তোলন ও পরিবহনের অপরাধে তাকে আটক করা হয়। পরে তাৎক্ষনিক সহকারী  কমিশনার  (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মতিউর রহমান খান মোবাইল কোর্ট পরিচালনা করেন।  বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুসারে আটককৃত রিপনকে পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অর্থদন্ড পরিশোধ করার পর আটক রিপনকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মতিউর রহমান খান বলেন, অনুমতি ব্যথিত সরকারি ভূমি থেকে মাটি উত্তোলন করা সম্পুর্ণ বেআইনি। আর এ ধরণের অপরাধ পূনরায় কেউ করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


     এই বিভাগের আরো খবর