,

শায়েস্তাগঞ্জ রেলওয়ের অবৈধ স্থাপনা ও জংশন এলাকা কর্মকর্তাদের পরিদর্শন

জুয়েল চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জ রেলওয়ের অবৈধ স্থাপনা ও জংশন এলাকা পরিদর্শন করলেন কর্মকর্তারা। গত সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত নিজগাঁও, দিঘিরপাড়, জংশন, দাউদনগর বাজারসহ উচ্ছেতকৃত এলাকা পরিদর্শন করেছেন। তাছাড়া টিকেট কালোবাজারীর বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য রেলওয়ের পুলিশকে নির্দেশ প্রদান করেছেন। তবে যদি কতিপয় রেলের কর্মচারীরা জড়িত থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য, সম্প্রতি রেলের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং রেলকলোনীর বস্তিবাসীদেরকে ২ মাসের সময় দেয়া হয়। এর মধ্যে যদি স্ব স্ব স্থাপনা সরিয়ে না নেয়া হয় তাহলে অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হবে। সাংবাদিকদের এক প্রশ্নে রেল কর্মকর্তা বলেন তবে যারা লিজ নিয়েছে এবং বৈধ কাগজপত্র আছে তাদের বিষয়ে যাচাই বাচাই করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। তবে ইদানিং যারা টিকেট কালোবাজারে বিক্রি করছে তাদের বিরুদ্ধেও তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যেসব অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলা হয়েছে যদি এসব স্থাপনাতে পুনরায় কেউ গ”হ নির্মাণ করে তাদেরকে ছাড় দেয়া হবে না, আইনের আওতায় আনা হবে।


     এই বিভাগের আরো খবর