,

নবীগঞ্জে অগ্নিকান্ডে ৩টি দোকান ঘর পুড়ে ছাঁই

আকিকুর রহমান সেলিম ॥ নবীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে তিনটি দোকানঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় রসুলগঞ্জ বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে নগদ টাকা, আসবাসপত্রসহ আনুমানিক ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। নবীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস সুত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার সদর ইউনিয়নের রসুলগঞ্জ বাজারের গোবিন্দ ফার্মেসী, হাসান টেলিকম এন্ড ইলেক্ট্রেশিয়ান ও ফারুক মিয়ার দোকান আগুনে পুড়ে যায়। এলাকার লোকজন প্রথমে রসুলগঞ্জ বাজারের গোবিন্দ ফার্মেসীতে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলতে থাকতে দেখে প্রথমে নিজেরা পানি ও বালি দিয়ে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে ফোন দিলে নবীগঞ্জের দমকল বাহিনীর লিডার ফজল মিয়ার নেতৃত্বে একটি দল এসে এলাকাবাসী সার্বিক সহযোগিতায় প্রায় ১ ঘন্টা প্রাণপন চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনেন। ফলে ভয়াবহ অগ্নিকান্ড থেকে রসুলগঞ্জ বাজারবাসী রক্ষা পেয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোঃ ফজল মিয়া। এ খবর পাওয়া মাত্র তাৎক্ষনিক রসুলগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ আগুনে পুড়ে যাওয়া দোকানগুলো সরেজমিনে পরিদর্শন করেছেন।


     এই বিভাগের আরো খবর