,

বানিয়াচংয়ে অবৈধ বালু বিক্রয় ও পরিবহনের দায়ে ১ লক্ষ টাকার অর্থদন্ড

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে কৃষি জমির বালু বিক্রয় ও পরিবহনের দায়ে ২ জনকে ১ লক্ষ টাকার আর্থিক জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বানিয়াচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মতিউর রহমান খানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ট্রাক্টরে করে বালু পরিবহন করে বিক্রয়ের উদ্দ্যেশে নিয়ে যাওয়ার কালে কামালখানী গ্রামের ফয়সল মিয়া (২৫) ও আমীরখানী গ্রামের সুমন মিয়া (৩০) কে আটক করে বানিয়াচং থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে ভ্রাম্যমান কোর্টের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুসারে জনপ্রতি ৫০ হাজার করে দুইজনকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার টাকা জমা দেওয়া হলে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মতিউর রহমান খান’র এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। অবৈধ উপায়ে মাটি বা বালু উত্তোলকারীদের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।


     এই বিভাগের আরো খবর