,

বানিয়াচংয়ে হাম-রুবেলা ক্যাম্পেইন ২০২০ অবহিত করণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপজেলা অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। “সময়মতো টিকা নিন হাম-রুবেলা রোগ প্রতিরোধ করুন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ ঘটিকায় বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচও ডাঃ আবুল হাদি মোঃ শাহপরান’র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, হবিগঞ্জ জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি ক্বাজী মাওঃ আতাউর রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম খোকন, রিপোটার্স ইউনিটির সভাপতি শেখ নমির আলী, ২নং উত্তর পশ্চিম ইউপি চেয়াম্যান ওয়ারিশ উদ্দিন খাঁন, ৩নং দক্ষিণ পূর্ব ইউপি চেয়ারম্যান মাওঃ হাবিবুর রহমান, প্রধান শিক্ষক আব্দুর রউফ, সাইফুল আলম প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন এস আই ফিরুজ আল মামুন, ইউএফপিও বাবুল চন্দ্র দেব, প্রধান শিক্ষক সুকেশ কুমার চন্দ, ছানাউল হক, আসাদুজ্জামান খাঁন, হরিভক্ত রায়, অপূর্ব চন্দ্র দেব, এইচ আই শাহীনুর রহমান চৌধুরী, জুবায়ের আহমদ, সাংবাদিক মখলিছ মিয়া, জীবন আহমদ লিটন, রায়হান উদ্দিন সুমন প্রমুখ। চলতি বছরে বানিয়াচং উপজেলায় ৯০ হাজার ৬ শত ৪১ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেয়া হবে। প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে প্রাকপ্রাথমিক থেকে ৪র্থ শ্রেণীতে অধ্যয়নরত সকল শিক্ষার্থী কে বিদ্যালয়ে ১৮ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত এবং ২৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত ৯মাস থেকে শুরু করে ১০ বছরের কমবয়সী সকল শিশুকে ৩৬০টি টিকাদান কেন্দ্রে টিকা দেওয়া হবে। এছাড়া সভায় নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় বিভিন্ন সচেতনতা বিষয়ে আলোচনা করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর