,

নবীগঞ্জ পৌরসভার উদ্যোগে শহরে জীবাণুনাশক ঔষুধ স্প্রে করেছে ফায়ার সার্ভিস

তৌহিদ চৌধুরী ॥ নবীগঞ্জে করোনা ভাইরাস সংক্রামণ ঠেকাতে জীবাণু নাশক ঔষুধ স্প্রে করেছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। গতকাল বৃহস্পতিবার সন্ধার পর থেকে নবীগঞ্জ শহরের ওসমানী রোড, নতুন বাজার, মধ্যবাজার, থানা পয়েন্ট সহ শহরের বিভিন্ন এলাকায় ফায়ার সার্ভিসের গাড়ী দিয়ে জীবাণু নাশক ঔষুধ ছিটিয়ে রাস্তা পরিষ্কার করা হয়। এতে শহরের জীবাণু বিস্তারে অনেকটা রোধ হবে বলে আশা করছেন সচেতন মহল। পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরীর উদ্যোগে জীবাণু নাশক ঔষুধ স্প্রে করে ফায়ার সার্ভিস। এ সময় নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকতা বিশ্বজিত কুমার পাল উপস্থিত থেকে দিক নির্দেশনা প্রদান করেন। জন সাধারনের কথা চিন্তা করে পৌরসভার এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে লাইভ করতে দেখা যায়। এ ব্যাপারে পৌর মেয়র ছাবির আহমেদ চৌধুরী বলেন, পৌরসভার নাগরিকদের সুরক্ষিত রাখতে সব ধরনের জন কল্যানমূলক কাজ করে যাচ্ছি। সচেতনতা ভিত্তি করতে মাইকিং লিফলেট বিতরণ করা হচ্ছে। জন সাধারনের জন্য পৌর এলাকার বিভিন্ন স্থানে হাত ধোয়ার জন্য পানির ট্যাংক স্থাপন করে দিয়েছি। তিনি ভাইরাস প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহবান জানান।


     এই বিভাগের আরো খবর