,

মাধবপুরে গভীর রাতে মসজিদে মসজিদে আযান দিয়ে মিছিল

সংবাদদাতা ॥ হবিগঞ্জের মাধবপুরে গতকাল বৃহস্পতিবার রাত ১০টার পর থেকেই উপজেলার প্রায় সব কটি মসজিদে আযান শুরু হয়। রাতে হঠাৎ করে আযানের ধ্বনি শুনে সাধারণ মানুষ ঘুম থেকে জেগে রাস্তায় বেড়িয়ে পড়েন। মুহুর্তের মাঝেই গুজব রটে বড় ধরনের ভুমি কম্প হবে। কেউ বলে করোনার মহামারি থেকে বাঁচতে আযান দেওয়া হচ্ছে। এরপর এক শ্রেণীর অতি উৎসাহি লোক জড়ো হয়ে রাত ১২ থেকে দেড়টা পর্যন্ত রাস্তায় নেমে ইসলামিক বিভিন্ন শ্লোগান দিয়ে মিছিল করে। এসব মিছিল ঢাকা থেকে আসা যুবকরা মিছিলে যোগ দেন। যেসব ঢাকা ফেরত যুবক হোম কোয়ারেন্টাইনে থাকার কথা ওরা রাস্তায় নেমে উল্টো মিছিল করেছে। রাতের বেলায় রাস্তায় উচ্চস্বরে মিছিলের কারণে সাধারণ মান্ষু আতংকিত হয়ে পড়েন।মিছিলের এমন খবরে পুলিশ প্রশাসন নড়েচড়ে বসেন। মাধবপুর থানার ওসি মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, উঠতি বয়সের তরুনরা রাতের বেলায় বিভিন্ন স্থানে মিছিল করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


     এই বিভাগের আরো খবর