,

মাধবপুরে দোকান খোলা রাখায় ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার মাধবপুরে সরকারি আইন না মেনে দোকান খোলা রাখায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার ৫ শ টাকা জরিমানা করেছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত কমিশনার (ভুমি) নিবার্হী ম্যাজিষ্ট্রেট আয়েশা আক্তার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সরকারি আইন অমান্য করে বিকাল ৩টার পর ব্যবসা প্রতিষ্টান খোলা রাখার অপরাধে এই সব দোকান মালিককে জরিমানা করেন। সহকারী কমিশনার (ভুমি) আয়েশা আক্তার জানান, বিকেল ৩টা থেকে ঔষধের দোকান ব্যতিত সকল প্রকার দোকান বন্ধ করার নিদের্শ দেওয়া হলেও তারা সরকারি আইন অমান্য করে ৩ টার পর দোকান খোলা রাখে। পৌর শহরে, তেমুনিয়া রতনপুর এলাকায় অভিযান চালিয়ে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান খোলা পাওয়া যায়। তাই ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের জরিমানা করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর