,

নবীগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনমজুর মানুষের বাড়ীতে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ

উত্তম কুমার পাল হিমেল ॥ প্রধানমন্ত্রীর নবীগঞ্জে দিনমজুর লকডাউনের সময় কর্মবঞ্চিত মানুষের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাড়ীতে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় হত দরিদ্র দিনমজুর এসব মানুষের বাড়িতে গিয়ে নিজ হাতে খাদ্য সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল। ইউএনও জানান, সরকারের বিশেষ বরাদ্দ থেকে নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভার ১৪ শত কর্মবঞ্চিত নিম্ন আয়ের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় পৌর এলাকার গন্ধা, জয়নগর, ধানসিড়িসহ বিভিন্ন ওয়ার্ডে ১০ কেজি চাল, দেড় কেজি ডাল, ২ কেজি আলু, আধা লিটার তৈল, আধা কেজি পেয়াজ, ৫০০ গ্রাম সাবানসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জন সমাগম এড়াতে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে রাতে বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। এ সময় প্রত্যেকের মাঝে ১টি করে মাস্কও বিতরণ করা হয়। পৌর এলাকার বিভিন্ন এলাকায় এসব সামগ্রী বিতরণকালে সামাজিক দূরত্ব বজায় রেখে এতে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সরওয়ার শিকদার, নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল, মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সুমন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন, পজীব কর্মকর্তা শাকিল আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসি, কাউন্সিলর জাকির হোসেন জাকি, পৌর আওয়মীলীগের যুগ্ম সম্পাদক গৌত্তম কুমার রায়, সাংবাদিক সলিল বরন দাস, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মতিউর রহমার মৃন্না, যুগ্ম সম্পাদক ছনি চৌধুরী ও আব্দুল মুহিত প্রমূখ। উল্লেখ্য, করোনা ভাইরাসের কারণে সারাদেশের ন্যায় গত ২৫ মার্চ থেকে নবীগঞ্জে দোকানপাট ও যান চলাচল বন্ধ ঘোষনা করা হয়। এরপর থেকে নিম্ন আয়ের দিন মজুর মানুষ বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছেন। এসব দিক বিবেচনা করে সরকার বিশেষ বরাদ্দের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করে। পর্যায়ক্রমে আগামী সোমবারের মধ্যে উপজেলার প্রত্যেক এলাকার দিনমজুর নিম্ন আয়ের মানুষের মাঝে খাবার পৌছে দেয়া হবে বলেও জানান উপজেলা নির্বাহী অফিসার।


     এই বিভাগের আরো খবর