,

বাহুবলে টিসিব’র তেল মজুত;দায়ে এক যুবকের বিনাশ্রম কারাদণ্ড

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি:জেলার বাহুবল উপজেলায় টিসিবির সয়াবিন তেল অবৈধভাবে ক্রয় করে মজুদ করার দায়ে শাহজাহান নামে এক ব্যবসায়ীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৩১ মার্চ) বেলা দুই ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার এ দন্ডাদেশ প্রদান করেন। জানা যায়,উপজেলা বাহুবল বাজারের মুদি ব্যবসায়ী শাহজাহান মিয়া বিভিন্ন নামে টিসিবির পণ্য সয়াবিন তেল অবৈধভাবে ক্রয় করে মজুদ করেন। এমন গোপন সংবাদে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার অভিযান চালিয়ে মজুত করেছে এমন ৭৫ লিটার সয়াবিন তেল জব্ধ করেন। অভিযান চালিয়ে শাহজাহান মিয়াকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে এ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অবৈধ মজুদদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি।
তিনি জানান,করোনা ভাইরাস প্রভাবে বাজার দর স্বাভাবিক রাখতে আমাদের সার্বক্ষণিক মনিটরিং অব্যাহত রয়েছে ।


     এই বিভাগের আরো খবর