,

বানিয়াচঙ্গে প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের যৌথঅভিযান : ২০ প্রতিষ্ঠানকে অর্থদন্ড

এস এম খোকন : বানিয়াচঙ্গে আইন অমান্য করায় ২০ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত । ০৩ এপ্রিল শুক্রবার সকাল ১১ঃ০০ ঘটিকা থেকে রাত ৮ঃ০০ ঘটিকা পর্যন্ত নিয়মিত বিরতিতে বানিয়াচং উপজেলার বড়বাজার, নতুন বাজার, গ্যনিংগঞ্জ বাজার, আদর্শবাজার, লক্ষ্মীবাওর জলাবন এলাকায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার এবং সহকারী কমিশনার ভূমি মোঃ মতিউর রহমান খান এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। লেফটেন্যান্ট আজওয়াদের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম এবং পুলিশ উপ পরিদর্শক জুলহাসের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়। এ সময়ে করোনা ভাইরাসের সংক্রামণ রোধে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ব্যতিত অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় ও গণজমায়েত করায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এবং দন্ডবিধি, ১৮৬০ অনুসারে মোট ২০ টি প্রতিষ্ঠানকে ১৭,১০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ সময়ে আদেশ অমান্য করে গণজমায়েত করায় নাহিদ মিয়া ১,০০০, সাইদুর আলম ৫০০, বানু চন্দ্র ১,০০০, আসাদ মিয়া ১,০০০, নিতু বৈদ্য১,০০০, কয়েছ মিয়া ১,০০০, জাফর আলী ১,০০০ , এখলাছ মিয়া ১,০০০, রিপন মিয়া ১,০০০ , ফাহিম মিয়া১,০০০ টাকা, আজাদ মিয়া ১,০০০, রায়হান মিয়া ১,০০০ এবং দোকান খোলা রাখায় আঃ আহাদকে ২০০,ফরিদ উল্লাহ ২০০, আল আমিন ২০০, সুমন পাল ১০০০ , গৌরাঙ্গ পাল ৫০০, সুজন পাল ৫০০, রহমান ২,০০০ ও কামাল মিয়াকে ১,০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। সকলে যাতে নিরাপদে ঘরে অবস্থান করে, সে জন্য সবাইকে নির্দেশনা প্রদান করা হয়। সকলের সতর্ক অবস্থানই পারে দেশকে নিরাপদ রাখতে।


     এই বিভাগের আরো খবর