,

সুবিধাবঞ্চিতদের সহায়তায় আবারো মাঠে নামছেন বিশ্বসেরা অলরাউন্ডার

জাবেদ ইকবাল তালুকদার। : করোনাভাইরাসের প্রাদুর্ভাবে স্থবির হয়ে পড়েছে পুরোবিশ্ব। বাংলাদেশও এর ব্যাতিক্রম নয়। করোনা সংক্রমণ রোধে ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে লকডাউন ঘোষণা করা হয়েছে। এবং দেশজুড়ে বন্ধ রয়েছে গণপরিবহন, শপিংমল।

দেশের এ সংকটময় পরিস্থিতিতে নিজ দেশের অসহায় মানুষদের পাশে ও করোনাভাইরাসের বিপক্ষে বেশ আগে থেকেই মাঠে নেমেছেন দেশের ক্রিকেটাররা।  রেকর্ডবুকের নবাব সাকিব আল হাসানও তার জায়গা থেকে দেশের মানুষদের সাহায্য করে যাচ্ছেন। ‘মিশন সেভ বাংলাদেশের’ সঙ্গে যুক্ত হয়ে গঠন করেছেন সাকিব আল হাসান ফাউন্ডেশন। ওই ফাউন্ডেশন থেকে করোনা পরীক্ষার কিট কেনার জন্য ২০ লাখ টাকা অর্থ সংগ্রহে করে অনুদান দিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। এবার অস্বচ্ছল পরিবারকে খাদ্য সহায়তা দেওয়ার জন্য আরও ২০ লাখ টাকা অনুদান দিচ্ছে সাকিব আল হাসান ফাউন্ডেশন।

সাকিব আল হাসানের নিজের ফেসবুক পেইজে ৩১ সেকেন্ডের এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন বর্তমানে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করা সাকিব।

সাকিব আরও বলেন, আমি আশা করবো আপনারাও যার যার জায়গা থেকে এমন সুবিধা-বঞ্চিত মানুষের পাশে এসে দাঁড়াবেন।


     এই বিভাগের আরো খবর