,

১০ টাকা কেজির চাল বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার

১০ টাকা কেজির চাল বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত

 

সময় ডেস্ক : ১০ টাকা কেজিতে বিক্রি শুরু হওয়া ওএমএসের চাল বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। দেশের বিভিন্ন জায়গায় এই চাল বিক্রয় নিয়ে অভিযোগ উঠার পরিপ্রেক্ষিতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

আজ ১৩এপ্রিল (সোমবার) বিকেলে  এক সংরাদমাধ্যমকে এ বিষয়টি নিশ্চত করেছেন খাদ্য সচিব নাজমানারা খানুম।

তিনি বলেন, এই চাল কিনতে কোনো ধরনের কার্ডের বাধ্যবাধকতা না রাখায় অনেক মানুষ চাল কিনতে ভিড় জমাচ্ছিলেন। এর মাধ্যমে করোনাভাইসার ছড়িয়ে পড়তে পারে। তাই আপাতত এই কার্যক্রম স্থগিত করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর