,

নবীগঞ্জে সৌদি আরব প্রবাসীদের অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ

আলী হাছান লিটন : প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে দোকাপাট জনসমাগম সবকিছু বন্ধ থাকায় কর্মবঞ্চিত লোকজন রয়েছেন বিপাকে। সরকারের পাশাপাশি কর্মবঞ্চিত শ্রমিক, দিনমজুর, অসহায় ও হতদরিদ্র মানুষের সহায়তায় খাদ্য সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছেন এলাকার প্রবাসীরা। নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের নাদামপুর গ্রামের সৌদি আরব প্রবাসী মোঃ আজিজুর রহমান, মোঃ সেলিম আহমেদ ও মোঃ নুরুল আমীন মানবতার হাত বাড়িয়ে এগিয়ে এসেছেন। এই তিন সৌদি আরব প্রবাসীর  অর্থায়নে নাদামপুর গ্রামে ১৬০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে ব্যবস্থাপনায় ছিল সমাজ কল্যাণ পরিষদ। সামাজিক দুরত্ব বজায় রাখতে (১৮ এপ্রিল ২০২০ ইংরেজি শনিবার) বিকালে নাদামপুর গ্রামে ১৬০টি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে জনপ্রতি ৩ কেজি চাল, ১কেজি ছুলা, ১ কেজি পেয়াজ, ১ কেজি মসরি ডাল, ১ টা লাইফবয় সাবান বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণের পূর্বে এতে উপস্থিত ছিলেন নাদামপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বী মাও. মুশাহিদ আলী, মোঃ মর্তুজ আলী, মোঃ আব্দুর রুপ, আব্দুর রহমান, বিলাল মিয়া, আব্দুল জলিল, শাহ্ গোলাম কিবরিয়া, সৌদি আরব প্রবাসী মোঃ নুরুল আমীন, মোঃ আব্দুল আজিদ, আব্দুল মুহিব, মোঃ ফুরুক মিয়া সহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। সৌদি আরব প্রবাসী মোঃ সেলিম আহমেদ মোবাইল ফোনে এ প্রতিনিধিকে জানান, করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সবকিছু বন্ধ থাকায় কর্মবঞ্চিত মানুষদের কষ্ট হচ্ছে। সরকারের পাশাপাশি কর্মবঞ্চিত সকল মানুষের কষ্ট লাগবে মানবিক দিক বিবেচনা করে যার যার এলাকার প্রবাসীগণ ও বিত্তবানদের দুর্যোগপূর্ণ সময়ে মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। প্রবাসে থাকলেও আমাদের মন সর্বদা কাজ করে দেশ ও এলাকার মানুষের জন্য। দুর্যোপূর্ণ সময়ে আমরা তিন প্রবাসীর দেয়া উপহারে মানুষ কিছুটা হলেও উপকৃত হবে।


     এই বিভাগের আরো খবর