,

নবীগঞ্জে আরো ১জনের করোনা শনাক্ত,

জাবেদ ইকবাল তালুকদার : নবীগঞ্জ উপজেলায় ৩৫বছর বয়সী আরো ১জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমন পাওয়া গেছে। আক্রান্ত ব্যাক্তির বাড়ি ১নং বড় ভাকৈর ইউনিয়নের আমড়াখাইর গ্রামে। গতকাল সিলেট থেকে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। জানা যায়, এর আগে গত ১ মে নবীগঞ্জ উপজেলার ৬জনের করোনা রিপোর্ট পজেটিভ আসে। এরপর গত ৫ মে আরো ৩ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এদিকে গতকাল আরেক জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। ১ম ৬ জনের মধ্যে ৫ জন ছিলেন নারায়নগঞ্জ ফেরত গার্মেন্টস শ্রমিক ও একজন বাউসা ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী। পরবর্তী ৩ জনের ১জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স, আরেক জন্য উপজেলার দীঘলবাক ইউনিয়নের মথুরাপুর গ্রামের ও আরেকজন ১৮বছর বয়সী যুবক তার বাড়ি বাড়ি নবীগঞ্জ উপজেলার ১ নং বড় ভাকৈর ইউনিয়নের চৌকি গ্রামে। আজ ১০মে এ রিপোর্ট লেখা পর্যন্ত নবীগঞ্জ উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১০ জন। আগের ৯জন করোনা আক্রান্তদের হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে আইসোলেশনে সেন্টারে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাদের বাড়ি লকডাউন করা হয়েছে। গতকাল করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মুখলেছুর রহমান, তিনি জানান নতুন করোনা আক্রান্ত ব্যাক্তি জেলা স্বাস্থ বিভাগের নজরদারীতে আছেন।


     এই বিভাগের আরো খবর