,

বানিয়াচংয়ে অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহ কার্যক্রম এর শুভ উদ্ভোধন

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের বানিয়াচংয়ে অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহ কার্যক্রম ২০২০ এর শুভ উদ্ভোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১২ মে (মঙ্গলবার) সকাল ১১ ঘটিকায় বানিয়াচং খাদ্য গুদামে ফিতা কেটে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্ভোধন করেন জাতীয় সংসদের সংদীয় স্থায়ী কমিটির সভাপতি ও হবিগঞ্জ-
২(বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ আলহাজ¦ এডভোকেট আব্দুল মজিদ খাঁন। বানিয়াচং উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে আলোচনা সভায়
পরে খাদ্য গুদাম চত্বরে আয়োজিত বোরো ধান সংগ্রহ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট আব্দুল মজিদ খাঁন এমপি বলেছেন বর্তমান সরকার কৃষকদের ক্ষেত্রে খুবই আন্তরিক। কৃষকদের জন্য সার,বীজসহ যাবতীয় কৃষি উপকরণ সহজ লভ্য করা হয়েছে। বর্তমান সরকার প্রতিটি কৃষি পণ্যে ভর্তুকি দেওয়া
হচ্ছে। উল্লেখ্য গত ১০ মে সরকারি গুদামে স্বচ্ছ প্রক্রিয়ায় ধান সংগ্রহের জন্য প্রধান অতিথি দিনব্যাপী বানিয়াচং উপজেলা চত্বরে উপস্থিত থেকে লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন করেছিলেন। বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মামুন খন্দকারের সভাপতিত্বে ও খাদ্য কর্মকর্তা মোঃ খবীর উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা কৃষিকর্মকর্তা মোঃ দুলাল উদ্দিন, বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম খোকন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুন খাঁন, সাধারন সম্পাদক সাইম হাসান পুলক, ইউপি চেয়ারম্যান এরশাদ আলীসহ অন্যরা। এরপূর্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ সম্প্রতি করোনায় আক্রান্ত যুব উন্নয়ন সহকারি মহিউদ্দিন খাঁনকে তার বাড়ী যাত্রাপাশা গ্রামে দেখতে যান। এসময় প্রধান অতিথি ও বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচও ডাঃ আবুল হাদি মোঃ
শাহপরান স্বাস্থ্য সচেতনা মূলক বিভিন্ন পরামর্শ প্রদান করেন।


     এই বিভাগের আরো খবর