,

করোনা উপসর্গ নিয়ে মৃতের দাফন কার্যে সচেতন নাগরিক কমিটির বিশেষ স্বেচ্ছাসেবকদের অংশগ্রহন

প্রেস বিজ্ঞপ্তি : গতকাল ১৭মে (রবিবার) দুপুরে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হবিগঞ্জ শহরের কামড়াপুর এলাকার ধনু মিয়ার স্ত্রী সুরমা বেগম মারা যান। পরিবার সূত্রে জানা যায় যে, ইউনাইটেড শিশু হসপিটালে সেবিকা হিসেবে কর্মরত সুরমা বেগম ১ সপ্তাহ যাবৎ জ্বরে আক্রান্ত ছিলেন। মৃত্যুর আগে শ্বাস কষ্ট ও ডায়রিয়ায় ভূগছিলেন। করোনা উপসর্গে মৃত্যুর খবর প্রকাশ হলে যশেরআব্দা খাদ্য গোদাম রোডের বাসিন্দা এবং সচেতন নাগরিক কমিটির জেলা সদস্য মীর দুলাল সুরমা বেগমের মৃত্যুর কারন হিসেবে করোনা ভাইরাসের উপসর্গ থাকার বিষয়ে নিশ্চিত হন।মীর দুলাল তাৎক্ষনিক ভাবে বিষয়টি সচেতন নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সাংবাদিক শরীফ চৌধুরী এবং সদস্য সচিব ফরহাদ আহমেদ চৌধুরীকে অবগত করেন। পরবর্তিতে সচেতন নাগরিক কমিটির নেতৃবৃন্দ সিভিল সার্জন ও ডেপুটি সিভিল সার্জনকে অবহিত করে মৃতের করোনা ভাইরাস টেস্টের স্যাম্পল সংগ্রহ করান। স্যাম্পল সংগ্রহ কালে সচেতন নাগরিক কমিটির বিশেষ স্বেচ্ছাসেবক টিমের সদস্য মীর দুলাল ও সদস্য সচিব ফরহাদ আহমেদ চৌধুরী সামাজিক দূরত্ব নিশ্চিত করে উপস্থিত ছিলেন। রবিবার রাত পৌনে ৮ টায় অনুষ্ঠিত সুরমা বেগমের জানাজার নামাজ ও দাফন কার্যে সচেতন নাগরিক কমিটির সদস্য সচিব ফরহাদ চৌধুরী, বিশেষ স্বেচ্ছাসেবক ও জেলা কমিটির সদস্য মীর দুলাল, সমরাজ মিয়া অংশ গ্রহন করেন। এছাড়া আমাদের অঙ্গীকার নামের একটি স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দও দাফন কার্যে শরীক হন।


     এই বিভাগের আরো খবর