,

সহায়তা-সচেতনতা অব্যাহত রেখেছেন এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার : লস্করপুর ও রাজিউড়ার পর এবার এবার হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া এবং পৈল ইউনিয়নে নিজের বেতন-ভাতা থেকে অস্বচ্ছলদেরকে ঈদ খাদ্য সামগ্রী উপহার দিয়েছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। এর আগে হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জ পৌরবাসীসভার ওএমএস’র চালের মূল্য পরিশোধ করেন তিনি। করোনা ভাইরাস সংক্রমন শুরুর পর থেকেই জীবন ঝুঁকি নিয়ে চালিয়ে যাচ্ছেন সনচেতনতা। সকাল-সন্ধ্যা ঘুরছেন গ্রাম আর শহরে। শুধু খাবার বিতরণই নয়; হাতে পাওয়া সাহয্য যেন সঠিকভাবে কাজে
লাগাতে পারেন সাধারণ মানুষ এমনটা চিন্তা করেই বদলাচ্ছেন ত্রাণ বিতরণের প্রক্রিয়া।পবিত্র রমজান মাসে যেন উপকারভোগীদের কষ্ট লাঘব হয় সেজন্য এ সময়টাকে বেঁচে নেন তিনি সহযোগিতার জন্য। আবার ঈদে যেন দরিদ্র মানুষজন খাবারের জন্য কষ্ট না করেন সেজন্য ঈদের পূর্বে দিচ্ছেন উপহার সামগ্রী। এমনটাই জানা গেছে তার সাথে কথা বলে। এই সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি। গতকাল ১৮মে (সোমবার) এমপি আবু জাহির হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ও পৈল ইউনিয়নে ব্যক্তিগত তহবিল থেকে ঈদ খাদ্য সামগ্রী প্রদান করেন অস্বচ্ছল মানুষদেরকে। এছাড়াও সরকারি সহায়তা এবং ব্যক্তি উদ্যোগে মানুষজনের হাতে ত্রাণ তুলে দেয়ার সময় প্রদান করেন করোনা সম্পর্কিত সচেতনতামূলক বক্তব্য। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, করোনার এই দুর্যোগে অধিকাংশই চলছেন গা বাঁচিয়ে। জনগণের দুর্দশা লাঘবে অনেকেরই নেই দৃশ্যমান প্রচেষ্টা। তবে হবিগঞ্জ-৩ আসনের এমপি মোঃ আবু জাহির এর উজ্জ্বল ব্যতিক্রম। কঠিন এই সময়েও জীবনের ঝুঁকি নিয়ে সার্বক্ষণিক রয়েছেন মানুষের পাশে। ত্রাণ তৎপরতা থেকে শুরু করে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাঠে থাকছেন সকাল সন্ধ্যা। শুধুমাত্র সরকারি সহায়তার উপর নির্ভর না করে বিলিয়ে দিচ্ছেন নিজের বেতন-ভাতার টাকাও। ব্যক্তিগত তহবিল থেকে নিজের নির্বাচনী এলাকার ওএমএস কার্ডধারীদের চালের মূল্য পরিশোধের পর এবার তিনি বেতনের টাকায় দিচ্ছেন অস্বচ্ছলদের ঈদের খাবার। সংসদ সদস্যের এ সমস্ত কার্যক্রমনে সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী। এ ধরণের সহায়তা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।


     এই বিভাগের আরো খবর