,

নবীগঞ্জ পৌর এলাকায় মোছাব্বির রাজিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

আলী হাছান লিটন  : নবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ন্যায় নবীগঞ্জ পৌর এলাকার বিভিন্ন গ্রামে নবীগঞ্জ বাহুবল আসনের সাবেক এমপি এডভোকেট মোঃ আব্দুল মোছাব্বির রাজিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহয়তা এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবং করোনা ভাইরাসের প্রার্দুভাবে কর্মবঞ্চিত মানুষ, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে কয়েকটি ধাপে আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিতরণ করেন সাবেক এমপি প্রয়াত এডভোকেট আব্দুল মোঃ আব্দুল মোছাব্বির এর একমাত্র পুত্র সন্তান, হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য, জেলা পরিষদ মেম্বার্স এসোসিয়েশনের সভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদ। গতকাল, ২০ মে (বুধবার) (মোছাব্বির রাজিয়া) ফাউন্ডেশনের পক্ষ থেকে নবীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের পূর্ব তিমিপুর গ্রামের কয়েকটি গরীব অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন নবীগঞ্জ পৌর জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ জুয়েল তালুকদার।এ সময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাংগঠনিক সম্পাদক রুবেল রায় ও নবীগঞ্জ কলেজ ছাত্রলীগ নেতা সাজু আহমেদ হৃদয়। এডভোকেট সুলতান মাহমুদ এ প্রতিনিধিকে জানান, আমাদের পরিবারের সদস্যদের নিয়ে গঠিত এডভোকেট মোঃ আব্দুল মোছাব্বির ও রাজিয়া ফাউন্ডেশন গঠিত করে আমরা নবীগঞ্জে অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা প্রদান ও খাদ্য সামগ্রী বিতরণ করেছি। প্রতিবছরই আমাদের এ ফাউন্ডেশন থেকে গরীব অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। ইতোমধ্যেই আমি হবিগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে আমার বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী নবীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে অসহায় মানুষের হাতে তুলে দিয়েছি। এছাড়াও আমার ব্যক্তিগত পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ ও অসহায় লোকজনদের আর্থিক সহায়তা প্রদান করে আসছি। নবীগঞ্জের শ্রিমতপুর গ্রামের কৃতি সন্তান এডভোকেট সুলতান মাহমুদ তার প্রয়াত পিতা এডভোকেট মোঃ আব্দুল মোছাব্বির এর রুহের মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন। আমেরিকা ও লন্ডনে বসবাসরত তার মাতা, বোন এবং পরিবারের সকলের জন্য এলাকাবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।


     এই বিভাগের আরো খবর