,

নবীগঞ্জে ঐহিত্যবাহী রথউৎসব ২৩ জুন,করোনা পরিস্থিতির কারনে টান হচ্ছে না রথ

উত্তম কুমার পাল হিমেল : সারাদেশের ন্যায় নবীগঞ্জেও হিন্দু ধর্মের অন্যতম উৎসব জগন্নাথ বলদেব সুভদ্রার রথযাত্রা উৎসব আগামী ৮ ই আষাঢ় ২৩ শে জুন মঙ্গলবার। প্রতিবছর নবীগঞ্জ গোবিন্দ জিউড় আখড়া প্রাঙ্গন থেকে সহস্রাধিক হিন্দু ধর্মাবলম্বী ভক্তবৃন্দ রথ টেনে পশ্চিম বাজার এনে পুনরায় গোবিন্দ জিউড় আখড়ায় গিয়ে শেষ করেন। কিন্তু এ বছর করোনা পরিস্থিতি ও প্রতিপদ অম্বুবাচীর কারনে রথ টান হবে না। নবীগঞ্জ গোবিন্দ জিউড় আখড়া কমিটি,উপজেলা পুজা উদযাপন পরিষদ,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও সনাতন সকল নের্তৃবৃন্দ সম্মিলিতভাবে এ সিদ্ধান্ত গ্রহন করেন। তাই সকল ভক্তবৃন্দকে আগামী মঙ্গলবার রথযাত্রা উপলক্ষ্যে গোবিন্দ জিউড় আখড়ায় ভীড় না করার জন্য আহবান জানিয়েছেন রথযাত্রা উদযাপন নের্তৃবৃন্দ। উল্লেখ্য ১৯৭১ সালে পাক হানাদার বাহিনী নবীগঞ্জের প্রায় ২৫ ফুট উচু রথটি জ্বালিয়ে দিয়ে ধ্বংস করার ফলে পরবর্ত্তীতে অন্য একটি রথ তৈরী করে অনুষ্টান পরিচালনা করে আসছিলেন নবীগঞ্জের হিন্দু ধর্মাবলম্বী লোকজন। দীর্ঘ ৪৭ বছর পর প্রায় ১৭ লক্ষ টাকা ব্যয়ে গত বছরই প্রথম ১৫ ফুট উচু অত্যাধুনিক একটি রথ তৈরী করে উদ্বোধন করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর