,

বানিয়াচংয়ে বিকালে ৪ টার পর দোকান খোলা রাখায় ৪ ব্যবসায়ীকে অর্থদন্ড

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের বানিয়াচংয়ে নির্দেশ অমান্য করে বিকাল ৪ টার পর দোকান খোলা রাখায় ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬,০০০/- টাকা অর্থদন্ড করা হয়েছে। গতকাল, ২১ জুন রবিবার বিকাল সাড়ে ৪ টার দিকে বানিয়াচং উপজেলার বড়বাজার এলাকায় সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফফাত আরা জামান উর্মি। এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। বানিয়াচং থানার পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়। এ সময়ে করোনা ভাইরাসের সংক্রামণ রোধে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ব্যতিত অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখা ও মাস্ক ব্যবহার না করায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ অনুসারে ৪ টি প্রতিষ্ঠানকে মোট ৬,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়। নির্ধারিত সময় সীমার বাইরে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ফারুক মুরগী দোকান ২০০০ টাকা , ফাতেমা গার্মেন্টস ১৫০০ টাকা, আশরাফুল ফ্যাশন ২০০০ দুই হাজার টাকা, আফজল ফার্মেসি ৫০০ টাকা মোট ৪ ব্যবসায়ীকে সর্বমোট ৬,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এক্ষেত্রে হুসিয়ারী উচ্চারণ করে বলেন পরবর্তীতে কোন ব্যবসায়ী ও জনসাধারণ সরকারি বিধি নিষেধ অমান্য করলে প্রশাসন কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হবেন।এসময় বানিয়াচং উপজেলায় ৬জন করোনা আক্রান্ত রোগীর খবর জানান এবং সবাইকে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ প্রদান করেন।


     এই বিভাগের আরো খবর