,

চুনারুঘাটে মিরাশী ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহাগের উদ্যোগে ৩শ জন গরীব অসহায় পরিবারের মাঝে ত্রান বিতরণ

চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের গোয়াছপুর গ্রামের আকবর হোসেনের পুত্র মিরাশী ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহাগের ব্যক্তিগত উদ্যোগে ৩ শ গরীব অসহায় দরিদ্র পরিবারের মাঝে চলমান রেড জোন লকডাউন উপলক্ষে জনপ্রতি ২ কেজির আটা’র প্যাকেট বিতরণ করেছেন। বুধবার বিকাল ৩টায় নালমুখ বাজারস্থ ইউনিয়ন পরিষদ মাঠের রাস্তায় স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ১১তম দফায় গাতাবলা, কৃষ্ণপুর, সাত্তালিয়া, আদমপুর, জলিলপুর, ভোলারজুম, নিশ্চিন্তপুর ও নালমুখ গ্রামের ৪ শত অসহায় গরীব লোকদের এ ত্রান সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন- মিরাশী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইদ্রিছ আলী আলতা মিয়া, মিরাশী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ডা: সিরাজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা ও সাবেক মেম্বার মীর মানিক, মাস্টার আলী হায়দার, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক মিয়া, উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মিরাশী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী সুমন তালুকদার, মিরাশী ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি শামছুল আলম, মিরাশী ইউনিয়ন ১নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি সবুজ মিয়া, ৫নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি মো: ছমদু মিয়া ও সাধারণ সম্পাদক ফজর আলী, ৪নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি মো: আ: রহিম, ৩নং ওয়ার্ড কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, ৮নং ওয়ার্ড কৃষকলীগের সাধারণ সম্পাদক ছায়েদ আলী, ৭নং ওয়ার্ড কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ। উলে­খ্য যে, মহামারী করোনা ভাইরাস জনিত কারণে সৃষ্ট দুর্যোগে মিরাশী ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহাগ এই পর্যন্ত ১১তম বার এ খাদ্য সামগ্রী বিতরণ করেন এবং তিনি সার্বক্ষণিক দরিদ্র-অসহায় মানুষের পাশে থাকতে চান। তিনি সকলের নিকট দোয়া কামনা করেন।


     এই বিভাগের আরো খবর